• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ধর্ম

আহলে সুন্নাত ওয়াল জামাত

  • ওয়ালি উল্লাহ সিরাজ
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই, যারা আকিদা ও আমলের ক্ষেত্রে সুন্নাতকে আঁকড়ে ধরে এবং তার ওপর ঐক্যবদ্ধ থাকে, অন্য কোনোদিকে দৃষ্টি দেয় না। এ কারণেই তাদের আহলে সুন্নাত রূপে নামকরণ করা হয়েছে। কেননা তারা সুন্নাহর ধারক ও বাহক। তাদের আহলে জামাতও বলা হয়। কারণ তারা সুন্নাহর ওপর জামাতবদ্ধ বা ঐক্যবদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, হে নবী! আপনি বলুন যে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার অনুসরণ কর। তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন (সুরা আল-ইমরান, আয়াত : ৩১)। আল্লাহপাক অন্য আয়াতে আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি রসুল (সা.)-এর অনুসরণ করল সে স্বয়ং আল্লাহর অনুসরণ করল। আর যারা মুখ ফিরিয়ে নেবে, আমি তাদের জন্য আপনাকে সংরক্ষণকারী হিসেবে প্রেরণ করিনি (সুরা নিসা, আয়াত : ৮০)।

এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, অতি শিগগির আমার উম্মত তেহাত্তর ফিরকায় (দলে) বিভক্ত হয়ে পড়বে, তার মধ্যে মাত্র একটি দল হবে মুক্তিপ্রাপ্ত (অর্থাৎ জান্নাতি) আর বাকি সবগুলো ফিরকা হবে জাহান্নামি। জিজ্ঞাসা করা হলো- ইয়া রসুলুল্লাহ! সেই মুক্তিপ্রাপ্ত দল কোনটি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, তারা হলো আমি ও আমার সাহাবিরা যে মত ও পথের ওপর আছি তার অনুসারীরা (তিরমিজি, ২য় খণ্ড)। এ হাদিসের মধ্যে যে মুক্তিপ্রাপ্ত বা জান্নাতি দল সম্পর্কে বলা হয়েছে, তাদেরকেই বলা হয় ‘আহলে সুন্নাত ওয়াল জামাত।’

নামটির মধ্যে সুন্নাত শব্দ দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত ও পথ এবং ‘জামাত’ শব্দ দ্বারা বিশেষভাবে সাহাবায়ে কেরামের জামাত উদ্দেশ্য। মোটকথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত ও পথের অনুসারীদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলাম ধর্মে বিভিন্ন সময়ে যেসব সম্প্রদায় ও ফিরকার উদ্ভব হয়েছে, তার মধ্যে সর্বযুগে এ দলটিই সত্যাশ্রয়ী দল।

সর্বযুগে ইসলামের মৌলিক আকাইদ বিষয়ে হকপন্থি গরিষ্ঠ উলামায়ে কেরাম যেভাবে কোরআন, হাদিস ও সাহাবায়ে কেরামের মত ও পথের অনুসরণ করে আসছে, এ দলটি তারই অনুসরণ করে আসছে।

এর বাইরে যারা গেছে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত বিপথগামী ও বাতিলপন্থি সম্প্রদায়। এ ধরনের বহু বাতিল সম্প্রদায় কালের অতল গর্ভে বিলীন হয়ে গেছে। যারা রয়েছে তারাও বিলীন হবে, আর যারা সত্যবাদী দল তারা টিকে থাকবে চিরকাল।

 

লেখক : আলেম ও গবেষক

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads