• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ঈমান বাড়ে বা কমে কীভাবে

ঈমান

প্রতীকী ছবি

ধর্ম

ঈমান বাড়ে বা কমে কীভাবে

  • ওয়ালি উল্লাহ সিরাজ
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০১৯

আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ঈমানের অর্থ হলো, আল্লাহর একত্ববাদের প্রতি অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকারোক্তি এবং অঙ্গ-প্রত্যঙ্গের আমল। যেহেতু উল্লিখিত বিষয়গুলোর সমষ্টির নাম ঈমান, সে হিসেবে ঈমান বাড়বে ও কমবে এটিই স্বাভাবিক।

কারণ অন্তরের বিশ্বাসেরও তারতম্য হয়ে থাকে। সংবাদ শুনে কোনো কিছু বিশ্বাস করা, আর নিজ চোখে দেখে বিশ্বাস করা, এক কথা নয়। অনুরূপভাবে একজনের দেওয়া সংবাদ বিশ্বাস করা আর দুজনের সংবাদ বিশ্বাস করা এক কথা নয়।

এ জন্যই হজরত ইবরাহিম (আ.) বলেছিলেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে দেখান আপনি কীভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? হজরত ইবরাহিম (আ.) বললেন, বিশ্বাস তো অবশ্যই করি; কিন্তু আমার অন্তর যাতে পরিতৃপ্ত হয় এ জন্য আমি স্বচক্ষে দেখতে চাই’ (সুরা : বাকারা, আয়াত : ২৬০)।

ঈমান আরবি শব্দ। যার বাংলা অর্থ— বিশ্বাস করা। স্বীকার করা। ভরসা ও আস্থা স্থাপন করা। ইসলামী শরিয়তের পরিভাষায় ঈমান হলো— আল্লাহ তায়ালা ও তার গুণাবলিকে এবং রসুল (সা.) আনীত বিষয়াবলির প্রতি অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী আমল করা। অন্য কথায়, ঈমান হলো— আল্লাহ মহানকে এক-অদ্বিতীয় জানা ও তাঁর আদেশ-নিষেধ মানা এবং নবীজীকে (সা.) তাঁর প্রেরিত রসুল হিসেবে বিশ্বাস করা ও তাঁকে অনুসরণ করা। ঈমানের রোকন বা স্তম্ভ ছয়টি। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহ প্রেরিত আসমানী কিতাবসমূহের প্রতি ও নবী-রসুলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তকদীরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।

ঈমান বৃদ্ধি পায় অর্থাৎ, ঈমানের মধ্যে নূর পয়দা হয় এবং ঈমান মজবুত হয়— আল্লাহর সমস্ত নাম ও গুণাবলিসহ আল্লাহতায়ালার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এ বিষয়ের জ্ঞান যত বৃদ্ধি পাবে, নিঃসন্দেহে তার ঈমানও তত বৃদ্ধি পাবে; আল্লাহর নিদর্শনগুলো সম্পর্কে গবেষণা করা এবং মানব জাতিকে যে জীবন বিধান দিয়েছেন, তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা।

মানুষ আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে যত চিন্তা করবে, ততই তার ঈমান বাড়বে এবং বেশি করে সৎ কাজ সম্পাদন করা। সৎ আমল বেশি বেশি সম্পাদনের কারণে ঈমান বৃদ্ধি পায়। এমন সৎ আমল মুখের মাধ্যমে হোক, কিংবা কাজের মাধ্যমে হোক।

পক্ষান্তরে ঈমান দুর্বল হয়ে যায় এবং ঈমানের নূর কমে যায়, এমনকি কখনো কখনো ঈমান নষ্ট হয়ে যায় যেসব কারণে— কুফরী করা; শিরক করা; বিদআত করা; রছম ও কুসংস্কার পালন করা এবং গোনাহ করার দ্বারা।

 

লেখক : আলেম ও গবেষক

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads