• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নবীজির (সা.) প্রিয় ধন

ছবি : সংগৃহীত

ধর্ম

নবীজির (সা.) প্রিয় ধন

  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

‘ঈমান’ ইসলামী জীবনব্যবস্থার একটি মৌলিক পরিভাষা। এ পরিভাষার মর্ম হলো- মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর অস্তিত্ব, একত্ব, অধিকার, ক্ষমতা ও গুণাবলি সম্পর্কে স্বচ্ছ ও সুস্পষ্ট জ্ঞান ও ধারণা অর্জন করে তার কাছে নিজেকে সঁপে দেওয়া। ঈমান এক মহা মূল্যবান সম্পদ। একজন প্রকৃত মুমিন সে তার জীবনের সবকিছু ত্যাগ করতে রাজি, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হতে রাজি নয়। এ আলোচনায় নবীজির (সা.) সবচেয়ে প্রিয় ধন নিয়ে আলোচনা করা হলো।

ঈমান ছিল নবীজির (সা.) সবচেয়ে প্রিয় ধন। মহানবী (সা.) যা পছন্দ করতেন নিজের জন্য, অপরের জন্য তথা গোটা পৃথিবীর মানুষের জন্য—তার মাঝে অগ্রগণ্য ছিল ঈমান। এই ঈমান তার কাছে যেমন দুনিয়ার সমুদয় সম্পদ থেকে মূল্যবান ও প্রিয় ছিল তেমনি তিনি এটাই চাইতেন এবং দোয়া করতেন তা যেন সব মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে পরিগণিত হয়। তাই তিনি আল্লাহতায়ালার কাছে দোয়া করতেন, ‘আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জইয়্যিনহু ফি কুলুবি না’। অর্থ, ওগো মাবুদ! ঈমানকে তুমি আমাদের সবার কাছে প্রিয় বানিয়ে দাও এবং আমাদের অন্তরে তা শোভনীয় করে দাও। (মুসনাদে আহমাদ, হাদিস/১৫৪৩১)

ঈমানের অস্বীকৃতিকে বলা হয় কুফর। যে কেউ জেনে বুঝে স্বচ্ছ জ্ঞানের মাধ্যমে মহাবিশ্বের মালিক মহান আল্লাহর প্রতি ঈমান আনে, তার প্রতি অনিবার্যভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বর্তায়। যেমন— ১. ঈমানের সুস্পষ্ট মৌখিক ঘোষণা প্রদান করা; ২. আল্লাহতায়ালা আরো যেসব বিষয়ের প্রতি ঈমান আনতে বলেছেন, সেসব বিষয়ের প্রতি ঈমান আনা এবং বিশ্বাস স্থাপন করা; ৩. সামগ্রিক দৃষ্টিভঙ্গি, জীবন পদ্ধতি ও কার্যক্রমে ঈমানের প্রতিফলন ঘটানো; ৪. আল্লাহ ও তাঁর রসুলের (সা.) হুকুমমতো জীবনযাপন করা; ৫. পার্থিব জীবনকে পরকালীন জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করা এবং পার্থিব জীবনকে পরকালীন জীবনের মুক্তি ও সাফল্যের রাজপথে পরিচালিত করা। ঈমানে সুদৃঢ় থাকতে হলে নিজের ইচ্ছামতো চলা যাবে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। রসুল (সা.) বলেন, ‘আমার উম্মতের একটি দল সর্বদা হকের ওপর লড়াই করতে থাকবে। তারা তাদের শত্রুদের ওপর বিজয়ী থাকবে। এমনকি তাদের শেষ দলটি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে।’ (আবু দাউদ, হাদিস/২৪৮৪)

সৈয়দা রাকীবা ঐশী

লেখক : প্রাবন্ধিক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads