• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই

ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই

ধর্ম

ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই

  • মাসউদুল কাদির
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০১৯

ইসলামের পথ সবসময় মসৃণ। গোলকধাঁধার মধ্যে ফেলে কোনো কিছু শিকার করার নাম ইসলাম নয়। অন্যায়ভাবে কারো সামান্য ক্ষতি করারও সুযোগ নেই এখানে। ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম, সহিষ্ণুপরায়ণ। অসহিষ্ণু কোনো কাজ ও মতবাদ ইসলাম সমর্থন করে না। সীমা লঙ্ঘনকেই ইসলাম নিষিদ্ধ করেছে। মানুষ যেমন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, তেমনি মহান আল্লাহও পছন্দ করেন না। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ -সূরা মায়িদা :৮৭

জীবনের সর্বক্ষেত্রে সীমার গুরুত্ব অপরিসীম। আজকাল মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ধর্মের নামে সন্ত্রাস করছে, সমাজে নানা গোলযোগ সৃষ্টি করছে, যা সর্বতোভাবে অন্যায় ও অন্যায্য কাজ। কারণ, ইসলাম একটি পবিত্র জীবনাদর্শ। এখানে সন্ত্রাসের কোনো জায়গা নেই। অন্যায়ভাবে কাউকে হত্যা করার সুযোগ নেই। এ বিষয়ে আল্লাহতায়ালা বলেন, ‘আর আল্লাহ তো ফ্যাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি পছন্দ করেন না।’ (সূরা আল বাকারা : ২০৫)। কোরআনে ফ্যাসাদ শব্দের বাংলা হলো ‘সন্ত্রাস’। সন্ত্রাসীদের পক্ষে কেউ নেই। কোনো দীনহীন মানুষও সন্ত্রাসীকে ভালোবাসে না। মূলত সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। মহান আল্লাহতায়ালাও সন্ত্রাসীদের পছন্দ করেন না। কোরআনে স্পষ্টই আল্লাহতায়ালা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা ফ্যাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না।’ -সূরা কাসাস : ৭৭

সন্ত্রাস ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করে সূরা বাকারার ৬০নং আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছড়িয়ে যেও না। সন্ত্রাসবাদের ভিত্তি প্রতিস্থাপনকারী সমাজ ধ্বংসের মূল কারিগর। এজন্য কোরআন মজিদে আল্লাহতায়ালা বলেন, তোমরা মানবে না সীমা লঙ্ঘনকারীদের নির্দেশ, অনুসরণ করবে না তাদের বিষয়, যারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করে আর কল্যাণ করে না এর। অন্যত্র আল্লাহ বলেন, ফ্যাসাদকারী ও সন্ত্রাস সৃষ্টিকারীদের পথ বর্জন করবে। -সূরা শুআরা : ১৫২

মসৃণ পথই আলোকিত মানুষের পথ। মানুষ প্রশান্তির এই জায়গাটুকুই সম্বল করে বাঁচতে চায়। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের যে হোলিখেলা শুরু হয়েছে তা আমাদের মানববোধকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। জীবনবোধকে পরাস্ত করছে। আলোকিত পৃথিবী গঠনে মুমিনকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

 

হ লেখক : ইসলামী চিন্তাবিদ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads