• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মা-বাবা আল্লাহর বিশেষ নেয়ামত

সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হল মা বাবা

ছবি : সংরক্ষিত

ধর্ম

মা-বাবা আল্লাহর বিশেষ নেয়ামত

  • মাওলানা মুনীরুল ইসলাম
  • প্রকাশিত ০২ মার্চ ২০১৯

মা-বাবা আমাদের জন্য আল্লাহতায়ালার বিশেষ নেয়ামত। মা-বাবা ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। যদি মা-বাবার ভালোবাসার দৃষ্টি না পড়ত, তাহলে এই পৃথিবী থাকত মায়া-মমতাহীন। মা-বাবার কারণেই আমরা এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পাচ্ছি। পৃথিবীতে যে দুজন মানুষ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তারা হলেন আমাদের প্রিয় মা-বাবা।

মা-বাবার মাধ্যমে আল্লাহতায়ালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তাই সৃষ্টিকর্তা হিসেবে যেমন আল্লাহতায়ালার ইবাদত-বন্দেগি করা আমাদের দায়িত্ব, তেমনি জন্মদাতা হিসেবে মা-বাবার প্রতি সম্মান দেখানো এবং তাদের আন্তরিক সেবা করা কর্তব্য।

এ জন্যই পবিত্র কোরআনের অন্তত ১৫ জায়গায় মা-বাবার প্রতি সন্তানের কর্তব্যের কথা বলা হয়েছে এবং আল্লাহতায়ালার ইবাদত করার পাশাপাশি মা-বাবার সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তাঁকে (আল্লাহ) ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করো।

তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবনকালে বৃদ্ধ হয়ে যায়, তবে তাদের উহ্ শব্দটিও বলো না। বরং তাদের সঙ্গে নরম সুরে কথা বলো। দয়াপরবশ হয়ে নম্রভাবে তাদের সামনে মাথানত করে দাও এবং বলো- হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : ২৩-২৪)

জনৈক সাহাবি প্রিয় নবীকে (সা.) জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রসুল (সা.), সন্তানদের ওপর মা-বাবার কতটুকু হক বা অধিকার রয়েছে? প্রিয় নবী (সা.) বললেন, মা-বাবারা হলেন তোমাদের জান্নাত এবং জাহান্নাম।’ অর্থাৎ তোমরা যদি মা-বাবার আনুগত্য ও খেদমত করে তাদের সন্তুষ্ট রাখ, তাহলে জান্নাতের উপযুক্ত হবে। আর যদি তাদের অবাধ্য হয়ে অসন্তুষ্ট রাখ, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম।

প্রিয় নবী (সা.) আরো বলেছেন, ‘আল্লাহ ও তাঁর রসুলের পরেই মায়ের স্থান এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।’ অন্য হাদিসে বলেছেন, ‘বাবা বেহেশতের উত্তম দরজা।’

বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণের পরিণাম সম্পর্কে তিনি বলেছেন, ‘সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ কী তা কি আমি তোমাদের জানাব? তা হচ্ছে, আল্লাহর সঙ্গে শিরক করা এবং বাবা-মায়ের সঙ্গে অসদাচরণ।’ হজরত আলী (রা.) বলেছেন, ‘বাবা-মাকে অসম্মান করা বড় ধরনের পাপ।’

 

লেখক : ইসলামী গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads