• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হালাল ব্যবসা বাণিজ্য ও ইবাদত

হালাল ব্যবসা বাণিজ্য ও ইবাদত

প্রতীকী ছবি

ধর্ম

হালাল ব্যবসা বাণিজ্য ও ইবাদত

  • মাওলানা শাহ আবদুস সাত্তার
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৯

সব জীবজগতের রিজিক দেন মহান সত্তা আল্লাহপাক রাব্বুল আলামিন। রসুলে করিম (সা.) পবিত্র হাদিসে উল্লেখ করেছেন, মানুষ মাটির মাধ্যমে ফসল, বিবিধ গাছপালা ও অসংখ্য ফলমুল; পানির মধ্যে সুস্বাদু মাছ, বিশেষ করে স্থলে-শূন্যে-আকাশে বিবিধ পশুপাখিসহ অগণিত খাদ্যসামগ্রী আল্লাহপাকের নেয়ামতস্বরূপ আহরণ করে। এ ছাড়া মানুষের নিজ নিজ বৈধ কর্মক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ বহুবিধ পেশা ও কর্মের মাধ্যমে রুজির জোগান দিয়ে থাকেন।

আল্লাহপাকের অলি, দরবেশ, পীর-ফকির এবং মহান বুজুর্গানে দ্বীন বিবিধ ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবন নির্বাহ করতেন। আল্লাহর প্রিয় হাবিব রসুলুল্লাহ (সা.) স্বয়ং ব্যবসা-বাণিজ্য করেছেন। হজরত খাদিজার (রা.) পক্ষে তিনি বেশ কয়েকবার সিরিয়া গমন করেন। ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে মরুপ্রান্তরে তিনি মেষ চরাতেন। এসব গবেষণা, বিশ্লেষণ করে দেখলে এটা বলা যায় যে, বৈধভাবে (হালাল) ব্যবসা-বাণিজ্য করা এক বড় ইবাদত। এটি নিজের জীবন ও পরিবার-পরিজনের জীবন নির্বাহের ক্ষেত্রে এক বড় মাধ্যম। অপরদিকে সততা, ঈমানদারি, ন্যায়নীতির মাধ্যমে ব্যবসা করাও দেশ ও জাতির এক ধরনের বিরাট খেদমত। আল্লাহপাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা পবিত্র রুজি (আয়-রোজগার) সৎভাবে অর্জন কর এবং সৎ ও ঈমানদারি ব্যবসায় নিজেদের রুজি অন্বেষণে আত্মনিয়োগ কর। সর্বোৎকৃষ্ট ও সর্বাধিক হালালভাবে অর্থ উপার্জনের বিশেষ ক্ষেত্র তেজারত বা ব্যবসা-বাণিজ্য। ব্যবসায় যারা সাধারণ মানুষকে অহেতুক বাটপাড়ি থেকে বিরত হয়ে সম্পূর্ণ সততা ও সাধুতার সঙ্গে ব্যবসা করে অর্থ উপার্জন করেন, সমাজের কল্যাণ সাধন করেন, তারাই সমাজ, দেশ ও জাতির মহান সেবক। হজরত রসুলে মকবুল (সা.) বলেছেন, সত্যবাদী-সৎ ব্যবসায়ীরা পরকালে আম্বিয়া, সিদ্দিকীন ও শহীদদের সঙ্গে থাকবে। এ সম্পর্কে পবিত্র হাদিসে বলা হয়েছে, এসব সৎ ও সাধু ব্যবসায়ী মহান সেবকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, বরকত ও নেয়ামত বর্ষিত হবে। এরা একটি জাতির সম্মানিত গোষ্ঠী, যাদের দ্বারা দেশ, সমাজ ও জাতি মানবতাবোধের পরিচয় পায় এবং মহাকল্যাণ ও আশীর্বাদস্বরূপ; যে কথা আমাদের রসুলে পাক (সা.) বহু আগেই পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন।

অতএব আসুন, আমরা সৎ ও হক পথে হালাল উপায়ে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দেশ, সমাজ ও জাতির মহান সেবক হই। যারা অসৎ-অসাধু পথে ব্যবসা-বাণিজ্য করে মানুষকে ঠকায়, তাদের অভিসম্পাৎ থেকে নিজেদের মুক্ত রাখি।

 

লেখক : ইসলামবিষয়ক গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads