• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এতিমের দিকে ফিরে তাকান

এতিমের দিকে ফিরে তাকান

প্রতীকী ছবি

ধর্ম

এতিমের দিকে ফিরে তাকান

  • মাওলানা শাহ আবদুস সাত্তার
  • প্রকাশিত ২৩ মার্চ ২০১৯

ধনী, গরিব, অনাথ, এতিম মহান রাব্বুল আলামিনের সৃষ্টি। ইসলামী পরিভাষায় যে শিশু সন্তান-সন্ততির বাবা ইন্তেকাল করেন, তাকে এতিম বলা হয়। জেনে রাখা দরকার, এতিমের বয়সসীমা সর্বোচ্চ আঠারো বছর। ইসলাম প্রাণিকুলের অধিকার সংরক্ষণ করে এবং বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। কোনো কোনো ক্ষেত্রে এই অধিকার অতি গুরুত্বের সঙ্গে আদায় করার কথা বলা হয়েছে। এতিম, ছিন্নমূল, অনাথ তাদের মধ্যে অন্যতম। আমরা জানি, হজরত রসুল (সা.) আবির্ভাবের আগে তাঁর বাবা ইন্তেকাল করেন। পিতৃহীন জীবনের প্রথম লগ্নে তিনি বড়ই অসহায় ছিলেন। পবিত্র কোরআনুল কারিমে হজরত রসুল (সা.)-এর এ বিষয়টি নিয়ে সুরা আদ্বদোহায় পরিষ্কার ভাষায় উল্লেখ করা হয়েছে, ‘তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, ছিন্নমূল, এতিম হিসেবে। অতঃপর অভাবমুক্ত করেছেন। অতএব আপনি এতিমের প্রতি কঠোর হবেন না।’

সর্বশক্তিমান আল্লাহ অন্যত্র বলেন, ‘এতিমদের ধন-সম্পদ যথার্থভাবে ফেরত দেবে। এতটুকু কার্পণ্য করবে না এবং তাদের ধন-সম্পদ এবং হক-হুকুমের ভালোর সঙ্গে মন্দ সংমিশ্রণ করবে না।’ আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান বাণী আল-কোরআনে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো অভিভাবক কোনোমতেই এতিমের মাল-সম্পদ, অর্থকড়ি, আত্মসাৎ করবে না; বরং সেই অভিভাবকের ওপর কঠিনতম দায়িত্ব কর্তব্য হচ্ছে এতিম অনাথের ধন-সম্পদ যতটুকু আছে তা সংরক্ষণ বা হেফাজত করা। অন্তত ওই এতিম পূর্ণাঙ্গ বুঝমান/বালেগ না হওয়া পর্যন্ত তা নিজেদের দায়িত্বে, তত্ত্বাবধানে ও হেফাজতে রাখা। এটাই মহান স্রষ্টা আল্লাহর নির্দেশ এবং এটা কঠিনভাবে পালনীয়।

পবিত্র কোরআনের সুরা নেসায় বলা হয়েছে, ‘কোনো ধন-সম্পদ (কারোর) বণ্টনকালে যারা আছে উত্তরাধিকারী আত্মীয়-স্বজন কিংবা কোনো এতিম, অনাথ, ছিন্নমূল চরম অভাবগ্রস্ত লোকজন, তাদেরও কিছু কিছু করে প্রদান করবে। পরম দয়ালু ও পরাক্রমশালী আল্লাহতায়ালা সুরা নেসায় আরো বলেন, ‘যে বা যারা এতিমের ধন-সম্পদ, অর্থ-কড়ি অন্যায়ভাবে গ্রাস বা আত্মসাৎ করে, তারা আসলে অগ্নি ভক্ষণ করে এবং তারা জ্বলন্ত আগুনে জ্বলবে। এ সম্পর্কে মহানবী হজরত রসুল (স) বলেছেন, মুসলমানদের মধ্যে সেই ঘরটিই সর্বোত্তম, যে ঘরে এতিম আশ্রিত রয়েছে এবং তাদের সঙ্গে নিজ সন্তান-সন্ততির মতো মধুময় আচরণ ও সদ্ব্যবহার করা হয়।

 

লেখক : ইসলামবিষয়ক চিন্তাবিদ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads