• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অপচয় রোধে ইসলাম

অপচয় রোধে ইসলাম

প্রতীকী ছিবি

ধর্ম

অপচয় রোধে ইসলাম

  • মুফতি মাহমুদ হাসান
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

ইসলাম অপব্যয় ও অপচয় নিষিদ্ধ করেছে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা অপচয়কারীকে শয়তানের ভাই বলে ঘোষণা করেছেন। অপচয় ও অপব্যয়ের কারণে মানুষের জীবন থেকে বরকতও হ্রাস পায়। এর ফলে মানুষের ধন-সম্পদ ক্রমে হ্রাস পায়।

মহান আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আহার করো ও পান করো; কিন্তু অপব্যয় করবে না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)।

উদাহরণস্বরূপ পানি আল্লাহর একটি বিশেষ নেয়ামত। আর আল্লাহ তাঁর নেয়ামতগুলো অপচয় করতে আমাদের নিষেধ করেছেন।

প্রিয়তম রসুল (সা.) বিভিন্ন হাদিসে পানি পান করার আদব শিখিয়েছেন। এর প্রতিটিতে নিহিত রয়েছে আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিধান। একটি হাদিসে রসুল (সা.) পানির বড় পাত্র থেকে সরাসরি মুখ লাগিয়ে গড়গড় করে পান করা থেকে নিষেধ করেছেন; বরং ছোট পেয়ালায় ঢেলে তারপর দেখে পান করার জন্য আমাদের শিখিয়েছেন।

অপ্রয়োজনে পানি নষ্ট করা যেমন পানির অপচয়, তেমনি প্রয়োজন পূরণের সময় প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করাও পানির অপচয়।

হজরত ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত একদা রসুল (সা.) সা’দ (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সা’দ (রা.) অজু করছিলেন। তাঁর অজুতে পানি বেশি খরচ হচ্ছিল। রসুল (সা.) তা দেখে বললেন, কেন এই অপচয়? সা’দ (রা.) আরজ করলেন, অজুতেও কি অপচয় হয়? রসুল (সা.) বললেন, হ্যাঁ, এমনকি বহমান নদীতে অজু করলেও (সুনানে ইবনে মাজাহ, হা. ৪২৫)।

এমনিভাবে খাদ্যের সঠিক ব্যবহারে রসুল (সা.) অসংখ্য নির্দেশনা দিয়েছেন। হাদিস শরিফে খাওয়ার পর বাসন ও আঙুল চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন (বুখারি, হা. ৫৪৫৬)। হজরত আনাস (রা.) সূত্রে বর্ণিত, রসুল (সা.) যখন আহার করতেন, আহার শেষে তিনবার আঙুল চেটে খেতেন এবং বলতেন, ‘তোমাদের খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও, তা শয়তানের জন্য ছেড়ে দিয়ো না’ (আবু দাউদ, হা. ৩৮৪৫)।

ঠিক পাখা ও বাতি ব্যবহার এবং একটির জায়গায় দুটি হওয়াও অপচয়ের শামিল।

বর্তমানে পানি, বিদ্যুৎ, গ্যাস সঙ্কটও আমাদের অপব্যয়ের কুফল। সুতরাং অপচয় রোধে আল্লাহতায়ালা আমাদের সঠিক বুঝ দান করুন।

 

লেখক : ফতোয়া গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads