• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ধর্ম

আল্লাহতায়ালার দরদমাখা আহ্বান আজান

  • মাহফুজ আবেদ
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৯

ইসলামের প্রথম দিকে মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য কোনো বিধিবদ্ধ নিয়ম ছিল না। তাই মানুষকে নামাজে ডাকার উপায় বের করার নিমিত্তে হজরত রসুলুল্লাহ (সা.) তার সঙ্গী-সাথীদের নিয়ে পরামর্শ সভায় বসেন। পরামর্শ চাইলেন কীভাবে মানুষকে নামাজের দিকে ডাকা যায়। কেউ পরামর্শ দিলেন আগুন জ্বালাতে। কেউ পরামর্শ দিলেন ঘণ্টাধ্বনি বাজাতে। আবার কেউ পরামর্শ দিলেন শিঙ্গায় ধ্বনি দিতে। পরামর্শ অনেক হলো, কিন্তু সিদ্ধান্তে পৌঁছানো গেল না। অমীমাংসিত অবস্থায় সভা শেষ করতে হয়।

সভাশেষে চিন্তাযুক্ত মনে ঘুমিয়ে পড়েন সাহাবারা। গভীর রাত। অনেকেই স্বপ্ন দেখেন। এক আশ্চর্য স্বপ্ন। ঘুম থেকে উঠে সবার চোখে আনন্দের রেশ। পরের দিন একে একে সবাই জমায়েত হলো।

হজরত রসুলুল্লাহ (সা.) পরামর্শ সভার মধ্যমণি। সালাম বিনিময়ের পর আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.) স্বপ্নের কথা নবীজিকে (সা.) জানালেন। তারপর হজরত ওমর (রা.) সভায় এসে একই স্বপ্নের কথা নবীজিকে শোনালেন। নবীজির আর বুঝতে বাকি রইল না এ কোনো সাধারণ স্বপ্ন নয়। এ নিশ্চয় মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে পাওয়া সত্য স্বপ্ন। তিনি বিলম্ব না করে হজরত বিলালকে (রা.) ডেকে স্বপ্নের কথাগুলো শিখিয়ে দিলেন। এর পরেই ওইসব স্বপ্নকথার মাধ্যমেই চালু হয় আজানের রীতি।

আজান মূলত বান্দাদের জন্য আল্লাহতায়ালার দরদমাখা এক আহ্বান। সত্য ও সুন্দরের বার্তাবাহী চিরন্তন এক ধ্বনি যে আওয়াজ কানের কাছে গুনগুন করে বলে ওঠে, তুমি এখনো নিদ্রায় নিরুদ্দেশ? এখনো ঘুমে বিভোর? ঘুম থেকে ওঠো, শোনো- নিদ্রা থেকে নামাজ ভালো। এটা কল্যাণের পথ। মঙ্গলের বার্তাবাহী। এ আজান শুভ সংবাদবাহী। এই আজানের ধ্বনি শোনে ইবলিশের তাবৎ দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তার দেহ অনলে দগ্ধ হয়। আজানের এমনই অলৌকিক শক্তি। এ আজানের ধ্বনি শোনার জন্য অপেক্ষায় থাকে আল্লাহপ্রেমিকরা। যারা মনকে বেঁধে রাখে মসজিদের সঙ্গে। বস্তুত আজান এমন এক আহ্বান যা মুমিনকে সাহসী হতে শেখায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে শেখায়।

এই আজানের ধ্বনি বিশ্বের প্রতিটি দেশের মসজিদের মিনারে মিনারে ধ্বনিত হয়। যে ধ্বনি প্রতিনিয়ত আহ্বান জানায় মানুষকে কল্যাণের। চলতে থাকবে এ আহ্বান ফেরেশতা হজরত ইসরাফিলের শিঙ্গাধ্বনি দেওয়ার আগ পর্যন্ত।

 

লেখক : প্রাবন্ধিক ও গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads