• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চাঁদ দেখা গেছে,  মঙ্গলবার থেকে রোজা শুরু

প্রতীকী ছবি

ধর্ম

চাঁদ দেখা গেছে,  মঙ্গলবার থেকে রোজা শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মে ২০১৯

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। আর আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আর শেষরাতে সেহেরি খাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এমন তথ্য জানান।

ইসলামিক ফাউন্ডেশন অনুসারে, ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিট। আর ইফতার হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads