• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তারাবির রাকাত সংখ্যা নিয়ে বিভেদ নয়

ফাইল ছবি

ধর্ম

তারাবির রাকাত সংখ্যা নিয়ে বিভেদ নয়

  • সৈয়দ ফয়জুল আল আমীন
  • প্রকাশিত ১৩ মে ২০১৯

তারাবি খোদায়ি নৈকট্য অর্জনের এমন এক ইবাদত, যার কোনো তুলনাই হয় না। পবিত্র রমজান মাসের রাতে এশার ফরজ ও সুন্নাত নামাজের পর বিতরের আগে ২০ রাকাত নামাজ পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ। মহানবী (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে শুধু সওয়াবের আশায় তারাবি পড়ে, তার অতীতের সব (সগিরা) গুনাহ মাফ করে দেওয়া হয়।’ এই ইবাদতের মাধ্যমে মানুষ সাধারণ অন্য দিনের তুলনায় আল্লাহ তা’য়ালার অধিক নৈকট্য অর্জনের সৌভাগ্যশীল হয়। কেননা, তারাবির নামাজ ২০ রাকাত। যাতে সিজদার সংখ্যা চল্লিশটি। আর প্রতিটি সিজদাই আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের শ্রেষ্ঠতম একটি স্তর।

কোনো কোনো মানুষ বলে বেড়ায়, আমরা তারাবির নামাজ আট রাকাত পড়ব, ২০ রাকাত নয়। এক্ষেত্রে প্রকৃত সত্য হলো, এসব লোক নৈকট্য অর্জনের স্তরগুলোর মূল্যায়ন করতে বোঝে না বলেই এসব মন্তব্য করে। কথাটা বললাম এ কারণে যে, নবী করীম (সা.)-এর ওফাত হওয়া পর্যন্ত তারাবি উৎসাহ প্রদানের পর্যায়ে ছিল। হজরত সিদ্দীকে আকবর (রা.)-এর খিলাফতকালেও তারাবির জন্য বিশেষ কোনো নিয়ম প্রবর্তিত হয়নি। হজরত ওমর (রা.)-এর খিলাফতকালের প্রাথমিক অবস্থায় লোকেরা বিচ্ছিন্নভাবে রমজানের রাতের নামাজ আদায় করতেন। অতঃপর হজরত ওমর (রা.) বিশিষ্ট সাহাবিদের পরামর্শক্রমে তারাবির বর্তমান পদ্ধতি চালু করেন। (মুসলিম শরিফ)

নাসায়ী ইবনে মাজাহ ও মুসনাদে আহমদের বর্ণনায় তারাবি সুন্নাতে মুয়াক্কাদা প্রমাণিত হয়েছে। মুসলিম শরিফের ব্যাখ্যা গ্রন্থে ইমাম নববী (র.) লিখেছেন, ‘জেনে রাখো, তারাবি আলেমদের ঐকমত্যেই সুন্নাতে মুয়াক্কাদাহ এবং এর রাকাত সংখ্যা বিশ।’ (কিতাবুল-আযকার: পৃ. ৮৩) হজরত আলী (রা.)-এর প্রস্তাবক্রমেই হজরত ওমর (রা.) মসজিদে নিয়মিত তারাবির জামাত কায়েম করার নিয়ম প্রবর্তন করছেন। (মুসতাদরাক হাকেম: ১ম খণ্ড, পৃ. ৪৪০) ইমাম ইবনে তাইমিয়া (র.) লেখেন, হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) কর্তৃক নিয়োজিত হজরত উবাই ইবনে কাব (রা.) ২০ রাকাত তারাবি ও তিন রাকাত বেতর পড়তেন। (ফাতাওয়া ইবনে তাইমিয়া : ২২তম খণ্ড, পৃ. ১২০)

তারাবির নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতাই সিলাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়ালা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

তারাবি নামাজের দোয়া : সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদা। সুব্বুহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রুহ। (প্রত্যেক চার রাকাত নামাজ আদায়ের পর এ দোয়া তিনবার পড়বেন।)

তারাবি নামাজের মোনাজাত : আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান্নারি বিরাহমাতিকা ইয়া আজিজু, ইয়া গাফ্ফারু, ইয়া কারিমু, ইয়া সাত্তারু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু ইয়া খালেকু, ইয়া রাররু, আল্লাহুমা আজির না মিনান্নারি, ইয়া মুজিরু ইয়া মুজিরু, বিরাহমাতিকা ইয় আরহামার রাহিমিন। (প্রত্যেক চার রাকাত নামাজের পর এ মোনাজাত পড়বেন।)

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads