• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ধর্ম

প্রত্যেক প্রাণী মরণশীল

  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৯

মুস্তাকিম আল মুনতাজ

 

 

মৃত্যু মানবজীবনে অজানা এক অধ্যায়। এ অধ্যায়ের কবে, কখন এবং কোথায় শেষ; তা আমরা কেউই জানি না। তবে প্রতিটি মানুষই এ কথা বিশ্বাস করি— জন্ম নিলে একদিন মরতে হবে। আর দুনিয়ার সব দার্শনিক ও বিজ্ঞানীও এ কথা এক বাক্যে স্বীকার করেছেন, ‘মানুষ মরণশীল।’ আর এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’

প্রত্যেক প্রাণীই মরণশীল। আর মৃত্যুটা ঠিক সে সময়ে হবে, যে সময়টা আল্লাহতায়ালা আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। তার এক সেকেন্ড আগেও না, পরেও না। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহতায়ালা কাউকে অবকাশ দেবেন না।’ (সুরা মুনাফিকুন : ১১) আল্লাহতায়ালা আরো ইরশাদ করেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের সেখানে এসেই পাকড়াও করবে। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও।' (সুরা নিসা : ৭৮)। অন্য আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করেছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে।’ (সুরা জুমা : ৮)।

তাই স্রষ্টার সৃষ্টি হিসেবে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রত্যেকের জন্য কর্তব্য। কেননা হাদিস শরীফে হযরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা পার্থিব সুখ-সম্পদ ও স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে খুব বেশি করে স্মরণ করো।’ (তিরমিজি শরিফ)। হযরত রাসুলুল্লাহ (সা.) আরো ইরশাদ করেন, ‘ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, যে মৃত্যুকে সর্বাধিক স্মরণ করে এবং সেজন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে।’ (ইবনে মাজাহ)

তাই আসুন! সর্বদা মৃত্যুর কথা স্মরণ করি। সময় ও আয়ু থাকতে নিজের জীবনকে নেক আমল দ্বারা সাজিয়ে তুলি। আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

লেখক : আলেম ও শিক্ষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads