• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নামাজ মুক্তির একমাত্র পথ

সংগৃহীত ছবি

ধর্ম

নামাজ মুক্তির একমাত্র পথ

  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২০

নামাজ আমাদের জন্য ফরজ। নামাজ বেহেশতের চাবি, তাই নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই। মৃত্যুর পরে যে তিনটি আজাব দেওয়া হয়। তা নিম্নরূপ— তার কবর এমন সংকীর্ণ হবে যে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে; তার কবরে দিনরাত সবসময় আগুন জ্বালিয়ে রাখা হবে; এবং আল্লাহ তার কবরে একজন আজাবের ফেরেশতা নিযুক্ত করবেন। তার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে, দুনিয়ায় কেন নামাজ পড়নি। আজ তার ফল ভোগ কর। এই বলে ফজর নামাজ না পড়ার জন্য ফজর  থেকে জোহর পর্যন্ত, জোহর নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য মাগরিব  থেকে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এশা থেকে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবেন।

বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলিম আল্লাহতায়লার সন্তুষ্টিলাভের জন্য নামাজ আদায় করে থাকেন। এক গবেষণায় দেখা গেছে, নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলিমরা যেমন আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভ করেন তেমনি শারীরিকভাবে সুস্থ থাকেন।

যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায়। যুক্তরাষ্ট্রের বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। তারা বলছেন, যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয়, তবে পিঠের ব্যথা কমবে। এ ছাড়া নিয়মিত নামাজ শরীরের ওপর এই ঝিম প্রভাব, রক্তচাপ এবং হূদস্পন্দন কমাতে পারে, পরিণামে পেশি শিথিল করতে সাহায্য করে।

আমরা হলাম এমন উম্মত-যে নিজের লাভের জন্য সব করতে পারি, কিন্তু মহান আল্লাহতায়ালার দেওয়া কথা মানতে পারি না? নামাজ হলো আমাদের সবার ওপরে ফরজ, সে কথা জানি, তবে মানতে রাজি না। তার অর্থ আমাদের ঈমান বড়ই দুর্বল। আসুন আজ থেকেই নিয়ত করি, রাব্বুল আল-আমিনের দরবারে সেজদা করি, ক্ষমা চাই। নামাজ পড়ার ওয়াদা করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমিন।

জাকির হোসেন রাজু

লেখক : প্রাবন্ধিক ও গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads