• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইসলামে তারুণ্যের গুরুত্ব

ফাইল ছবি

ধর্ম

ইসলামে তারুণ্যের গুরুত্ব

  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২০

ইসলামে তারুণ্যের গুরুত্ব অপরিসীম। তারুণ্য তথা যৌবনকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইহকালে কল্যাণ ও পরকালীন জীবনে মুক্তির বিশাল বাগিচায় উপনীত হওয়া যাবে। এ কারণে হাদিসের মধ্যে রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই সকল তরুণকে বসার সুযোগ দেবেন, যারা তরুণ বয়সের সময়কে আল্লাহর রাহে ব্যয় করেছেন।’ (তিরমিজি)। অন্যত্র এরশাদ হয়েছে— তরুণ বয়সের ইবাদতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

হজরত রাসুলুল্লাহ (সা.) যৌবনকালকে গণিমতের মাল তথা মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন। কেননা এসময় সম্পর্কে পরকালে জবাবদিহি করতে হবে। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, আমর ইবনু মায়মুন আল আওদি (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) জনৈক ব্যক্তিকে উপদেশস্বরূপ বলেন, ‘৫টি বস্তুকে গণিমত মনে করো, তা হচ্ছে— তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে; পীড়িত হওয়ার আগে সুস্বাস্থ্যকে; দরিদ্রতার আগে সচ্ছলতাকে; ব্যস্ততার আগে অবসরকে; এবং মৃত্যুর আগে জীবনকে’ (তিরমিজি)। বিশ্বনবী হজরত মোহাম্মাদ (সা.) বিশ্বমানবতার কল্যাণে তরুণদের নিয়েই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠন ‘হিলফুল ফুজুল যুবসংঘ’ গঠন করেছিলেন। হজরত মোহাম্মদ (সা.) যখন দিনের দাওয়াত নিয়ে মাঠে নেমেছেন সবার আগে তরুণরাই এগিয়ে এসেছেন। হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.) তরুণ বয়সে ইসলাম কবুল করেন। আসহাবে কাহাফে যারা ছিলেন তারাও ছিলেন তরুণ। এ প্রসঙ্গে মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘হে নবী! আপনার কাছে আমি তাদের আসহাফে কাহাফ’র ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করেছি, তারা ছিল কয়েকজন তরুণ। তারা তাদের পালনকর্তার প্রতি ঈমান আনয়ন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছি’ (সুরা কাহাফ : ১৩)।

ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল (রা.) ছিলেন তরুণ। হজরত ইবরাহিম (আ.) যখন মূর্তি-পূজার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পাষণ্ড নমরুদের তৈরি করা আগুনে নিক্ষিপ্ত হয়ে শাহাদত বরণ করেন তখন তিনি ছিলেন তরুণ। হজরত ইউসুফ (আ.) যখন কারাগারে ছিলেন তখন তিনি তরুণ ছিলেন। হজরত ইউনুসকে (আ.) যখন সমুদ্রের মাছ গিলে ফেলে তখন তিনি ছিলেন তরুণ। হজরত দাউদ (আ.) যখন জালিম শাসক জালুতকে হত্যা করেন তখন তিনিও ছিলেন তরুণ। সুতরাং আমাদের এই তরুণ জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক তিনি আমাদের দিন। আমিন।

এহসান বিন মুজাহির

লেখক : শিক্ষক ও গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads