• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নেশাকারীকে আল্লাহ পছন্দ করেন না

প্রতীকী ছবি

ধর্ম

নেশাকারীকে আল্লাহ পছন্দ করেন না

  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২০

মদ ও নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্ত হওয়া জঘন্যতম একটি অপরাধ। নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি সারা বিশ্বের তরুণদের মধ্যে এক ভয়াবহ মহামারী আকারে দেখা দিয়েছে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে চলে এসেছে যে, মরণনেশা মাদকের ছোবলে দেশ ও জাতির আশা-ভরসার স্থল তরুণরা অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। এটি যেমন রাষ্ট্রীয়ভাবে অপরাধ, তেমনি মদ ও নেশা ইসলাম ধর্মেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

ইসলামের দৃষ্টিতে মদ ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা হারাম। মহান আল্লাহতায়ালা এরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন নামাজের ধারে-কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ’ (সুরা নিসা : ৪৩)। অন্যত্র আল্লাহতায়ালা বলেন, ‘তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি বলুন, এতদুভয়ের মধ্যে রয়েছে মহা পাপ। আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়’ (সুরা বাকারা : ২১৯)। কোরআনুল কারিমে আরো এরশাদ হয়েছে, ‘হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ— এসব শয়তানের অপবিত্র কার্য বৈ আর কিছু নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাক, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও’ (সুরা মায়িদা : ৯০)। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যাবতীয় নেশার বস্তু হারাম’ (মুসলিম : ২৭৩৪)।

মাদকাসক্তি ও নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে সম্পর্ক রাখে এমন দশ ব্যক্তির ওপর রাসুলুল্লাহ অভিসম্পাত করেছেন। তারা হলেন— যে নির্যাস বের করে; নির্যাস প্রস্তুতকারী; পানকারী বা ব্যবহারকারী; যে পান করায়; আমদানিকারক; যার জন্য আমদানি করা হয়; বিক্রেতা; ক্রেতা; সরবরাহকারী; এবং লভ্যাংশ ভোগকারী (তিরমিজি : ২১৬৩)। হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, তিন শ্রেণির লোকের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তারা হলো— মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি; পিতা-মাতার অবাধ্য সন্তান এবং সেই বেহায়া ব্যক্তি, যে নিজ পরিবারে অশ্লীলতাকে স্বীকৃতি দিয়ে জিইয়ে রাখে (মেশকাত : ১৭৩৯)।

সুতরাং আসুন, আমরা কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা গ্রহণ করি এবং মদ ও জুয়া থেকে নিজেকে বিরত রাখি। নিজ পরিবারকেও সব ধরনের অশ্লীলতা থেকে দূরে রাখি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।

এহসান বিন মুজাহির

লেখক : শিক্ষক ও গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads