• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

৪০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ মার্চ ২০১৮

চলতি বছরে নতুন একটি ফ্ল্যাগশিপ ডিভাইস আনতে যাচ্ছে হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে চলতি মাসের ২৭ তারিখেই পি২০ মডেলের স্মার্টফোন উন্মোচন করবে এই চীনা ইলেকট্রনিক পণ্য নির্মাতা।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, উন্মোচনের আগের একে একে ফাঁস হচ্ছে নতুন এই ডিভাইসের তথ্য। পি২০ প্রো স্মার্টফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। তিন ক্যামেরা সেন্সরের একটি আট মেগাপিক্সেল টেলিফটো, একটি ২০ মেগাপিক্সেল সাদাকালো এবং ৪০ মেগাপিক্সেলের একটি মূল আরজিবি লেন্স রাখা হবে বলে।

মূল সেন্সর হিসেবে ৪০ মেগাপিক্সেলের আরজিবি লেন্সের ব্যবহার প্রায় নতুন চ্যালেঞ্জ। এ যাবৎ স্মার্টফোনে ব্যবহূত সবচেয়ে বেশি মেগাপিক্সেল ক্যামেরাগুলোর মধ্যে এটি একটি। এর আগে নোকিয়া ৮০৮ এবং লুমিয়া ১০২০-তে ৪১ মেগাপিক্সেলের পিওরভিউ ক্যামেরা দেখা গেছে।

পেছনে তিন ক্যামেরার কথা বলা হলেও সামনে কয়টি ক্যামেরা এবং তার মেগাপিক্সেল কত হবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে পি২০-এর দুটি সংস্করণ উন্মোচন করবে হুয়াওয়ে। এর মধ্যে পি২০ প্রোর পেছনে তিনটি ক্যামেরা সেন্সর আনা হতে পারে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads