• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শিশুদের অনলাইন নিরাপত্তায় নতুন উদ্যোগ

শিশুদের নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন, টেলিনর গ্রুপ এবং ইউনিসেফ

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের অনলাইন নিরাপত্তায় নতুন উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিনর গ্রুপ এবং ইউনিসেফ। এ বিষয়ে গতকাল প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী ‘শিশুদের অনলাইন নিরাপত্তা’ শীর্ষক কর্মসূচি চালু করা হবে। এ উদ্যোগের মাধ্যমে ১১ থেকে ১৬ বছর বয়সী চার লাখ স্কুলগামী শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি অর্ধলাখ বাবা-মা, অভিভাবক এবং শিক্ষককেও এ বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। শিশুদের জন্য হেল্পলাইন ১০৯৮ সেবায় শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়ক বিভিন্ন তথ্যও যুক্ত করা হবে।

এ উদ্যোগের বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের মানুষ কোনো শঙ্কা কিংবা রক্ষণশীল মনোভাব ছাড়াই ইন্টারনেটের বিভিন্ন সুবিধা গ্রহণ করুক। শিশুদের জন্য নিরাপদে শেখার সুযোগ সৃষ্টিতে এবং বিশ্ব তথ্যভান্ডারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রবেশের সুযোগ বৃদ্ধিতে আমাদের প্রতিশ্রুতি ও আগ্রহ কীভাবে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে ইউনিসেফের সঙ্গে আমাদের যৌথ অংশীদারত্বই তার প্রমাণ।’

চুক্তির বিষয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এদুয়ার্দ বেগবিদি বলেন, ‘শিশু-কিশোরদের মধ্যে ক্রমবর্ধমান অনলাইন কার্যক্রম তাদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে এবং নিজস্ব অধিকার নিশ্চিতকরণে তাদের সক্রিয় অংশগ্রহণ বেড়েছে। তবে ইন্টারনেট ব্যবহার শিশু-কিশোরদের জন্য কিছু অনাকাঙ্ক্ষিত ঝুঁকি সৃষ্টি করে। তাই আমাদের জরুরিভাবে শিশু-কিশোরদের ইন্টারনেটের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তাদের অনলাইন কার্যক্রম বৃদ্ধি করতে সচেষ্ট হতে হবে।’

বাংলাদেশে সামপ্রতিক সময় ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে অনেকেরই এখন পর্যন্ত ইন্টারনেট নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। ২০১৪ সালে থেকে বাংলাদেশের স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট শিক্ষা এবং এ বিষয়ক পরামর্শদান নিয়ে গ্রামীণফোন সক্রিয়ভাবে কাজ করে আসছে। নিরাপদ ইন্টারনেট কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দেশের এক লাখ ত্রিশ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads