• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

উদ্ভাবনে আগ্রহী নারীদের জন্য উইমেন্স ইনোভেশন ক্যাম্প

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

প্রযুক্তি খাতে আরো বেশিসংখ্যক নারীদের অংশগ্রহণ বাড়ানো ও উদ্ভাবনে আগ্রহী নারীদের উন্মুক্ত প্ল্যাটফর্ম প্রদানে  মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’-এর আয়োজন করছে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)।

আজ ৩১ জুলাইয়ের মধ্যে দেশের যেকোনো নারী এ উইমেন্স ইনোভেশন ক্যাম্পের আবেদন করতে পারবেন। এই ক্যাম্পে অংশ নিয়ে সমস্যা জর্জরিত খাতের ওপর ভিত্তি করে তাদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন এবং সবচেয়ে সম্ভাব্য ও বাস্তবায়নযোগ্য ধারণাগুলো ক্যাম্পের প্রতিযোগিতামূলক পর্বে পৌঁছাবে। বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত উদ্ভাবকদের দুটি ধাপে নিজেদের ধারণা উপস্থাপন করতে হবে। যেখানে তাদের প্রমাণ করতে হবে যে, তাদের জমা দেওয়া ধারণার সামাজিক সমস্যা সমাধানের উল্লেখযোগ্য সম্ভাবনা নিয়ে রয়েছে।

ধারণা উপস্থাপন পর্ব শেষে দলগুলো একটি বুট ক্যাম্পে যোগ দেবে। সেখান থেকেই সেরা উদ্ভাবক বেরিয়ে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads