• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর উপায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

ইন্টারনেট ইদানীং ফোনের নেটওয়ার্কের চেয়েও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। কারো কারো কাছে সেটা অনেকটা মৌলিক চাহিদার মতো বিষয়। তাই অফিস, বাসা এমনকি গাড়িতেও ইন্টারনেট সংযোগ না থাকলেই যেন নয়।

মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দামের কথা চিন্তা করে সবাই চান বাসা-বাড়ি বা অফিসে ব্রডব্যান্ডের একটি সংযোগ নিয়ে ওয়াইফাই করে নেন অনেকে। এতে খরচ যেমন বাঁচে তেমনি গতিও পাওয়া যায় ভালো।

তবে অল্প ভুলেই দুর্বল হতে পারে ওয়াইফাই সিগন্যাল। তাই শক্তিশালী সিগন্যালের জন্য জানা দরকার রাউটারের সঠিক অবস্থান। তা না হলে দুর্বল সিগন্যালের জন্য আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা হতে পারে তিক্ত।  কেবল কয়েক ইঞ্চির ওপর-নিচ ওয়াইফাই সিগন্যালে ব্যাপক ব্যবধান গড়তে পারে। সঠিক সিগন্যাল পেতে ওয়াইফাই রাউটারের অবস্থানের ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হয় সেগুলো হলো-

রাউটারের অবস্থান : অনেকেই রাউটারটির অবস্থান নির্বাচনের ক্ষেত্রে উদাসীন। রাউটারের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে উঁচু স্থান নির্বাচন করতে হবে। সেই সঙ্গে দেখতে হবে আপনার ডিভাইসগুলো ও রাউটারের অবস্থানের মধ্যে কোনো কংক্রিট বা ধাতব বস্তুর বাধা আছে কী না। কারণ এই দুটি উপাদান ওয়াইফাই সিগন্যালকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ফ্ল্যাটের মাঝামাঝি উঁচু কোনো স্থানে রাউটারটি রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্য দূরত্বও একটি অপরিহার্য বিষয়। ডিভাইস ও রাউটারের মধ্যে দূরত্ব যত কম হবে তত ভালো। তখন রাউটারের সক্ষমতা দেখে সিদ্ধান্ত নিতে হবে।

ডিজিটাল নয়েজ : প্রতিটি ইলেকট্রনিকস ডিভাইস থেকে এক ধরনের তরঙ্গ তৈরি হয়। আর সেটিকে ডিজিটাল নয়েজ বলে। এটি ওয়াইফাই সিগন্যালকে আটকে দিতে পারে। প্রতিটি ডিজিটাল ডিভাইসের ক্যাবলের সঙ্গে ফেরিট ব্যান্ড যুক্ত থাকলে এই ধরনের সমস্যা কমিয়ে আনা যায়।

মাইক্রোওয়েভ : ডিভাইস ও রাউটারের মধ্যে মাইক্রোওয়েভ ওভেন থাকলে মাইক্রোওয়েভ চলাকালীন আপনার ওয়াইফাই সিগন্যাল দুর্বল হতে পারে। কারণ মাইক্রোওয়েভের তরঙ্গ ওয়াইফাই সিগন্যালকে মারাত্মকভাবে বাধা দেয়। কারণ মাইক্রোওয়েভ কাজ করে ২.৪৫ গিগাহার্টজে যা ২.৪ গিগাহার্টজের ওয়াইফাই তরঙ্গের কাছাকাছি। ব্লু-টুথের সঙ্গেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads