• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

তারহীন গেমিং হেডফোন আনছে শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

ব্ল্যাকশার্ক গেমিং ফোন তৈরি করার পর এবার ব্ল্যাকশার্ক নামের তারহীন গেমিং হেডফোন তৈরি করতে যাচ্ছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। সর্বশেষ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে তারহীন হেডফোনটি ওয়ানমোরের সঙ্গে যৌথভাবে তৈরি করা হবে।

অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হেডফোনটিতে মাত্র ১০ মিনিট চার্জ করে টানা ৩ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে দাবি করেছে শাওমি। এ ছাড়া মাল্টিপ্লেয়ার গেম খেলার সময় সাউন্ডের ল্যাগ বা আশপাশ থেকে আসা শব্দের নির্ভুল অবস্থান বের করতে বা বিস্ফোরণ, গুলি, হাঁটা বা দৌড়ের শব্দ যাতে আরো স্পষ্টভাবে শোনা যায় সেজন্য বিশেষভাবে হেডফোনের স্পিকারগুলো তৈরি করা হবে বলে জানা গেছে। এ ছাড়া হেডসেটটিতে দেওয়া হয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন। যার মাধ্যমে চারপাশে শব্দ কমিয়ে দেওয়া হবে, যাতে গেমে মনোনিবেশ করা আরো সহজ হয়।

চীনের বাজারে হেডফোনটির দাম ৪৯৯ ইউয়ান ধরা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads