• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
আইওএস ১২ বেটা সংস্করণে আইফোন টেন প্লাসের ছবি

নতুন ফার্মওয়্যারের আইকনে পাওয়া গেছে নতুন আইফোনের ছবি

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

আইওএস ১২ বেটা সংস্করণে আইফোন টেন প্লাসের ছবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ১২-এর বেটা সংস্করণে আইফোন টেন (এক্স) প্লাসের ছবি পাওয়া গেছে। নতুন ফার্মওয়্যারের আইকনে পাওয়া গেছে নতুন আইফোনের ছবি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে এই ছবি পাওয়ার খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের রিভার্স-ইঞ্জিনিয়ার গুইলেরমে র্যাম্বো ফার্মওয়্যার থেকে নতুন আইফোনের ছবি বের করেন।

তবে এই আইকনগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পূর্ণাঙ্গ নয়, তাই এর থেকে নতুন ডিভাইসের নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন র্যাম্বো।

প্রসঙ্গত, কিছু দিন ধরে গুজব চলে আসছে যে, চলতি বছর অ্যাপল নতুন তিনটি আইফোন উন্মোচন করবে, যেখানে বড় পর্দার একটি আইফোন টেন (এক্স) থাকতে পারে, যা আইফোন টেন (এক্স) প্লাস হতে পারে বলে ধারণা করেছেন অনেকেই। এবার সেই আগুনেই ঘি ঢেলে দিলেন র্যাম্বো। যার প্রতিফলন দেখা গেছে আইওএস ১২ বেটা সংস্করণেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads