• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সিম্ফনির অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন বাজারে

স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৩ শতাংশ

বিজ্ঞান ও প্রযুক্তি

সিম্ফনির অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন বাজারে

  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি বাজারে এনেছে আই১৫ মডেলের নতুন একটি ফুলভিউ ডিসপ্লে স্মার্টফোন। ৮.৯ মিলিমিটার স্লিম এ স্মার্টফোনটিতে আছে ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজ্যুলেশন ১৪৪০ পিক্সেল বাই ৭২০ পিক্সেল। স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৩ শতাংশ অর্থাৎ এতে বেজেল রয়েছে একেবারেই নামেমাত্র।

এতে আরো থাকছে ১ গিগাবাইট র্যাম এবং ৮ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ ক্যাপাসিটি। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওর গো সংস্করণ। স্বল্প বাজেটের এবং লো অ্যান্ড ফিচারের স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ওরিওর বিশেষ এ সংস্করণটি তৈরি করেছে গুগল।

ফোনটিতে থাকছে এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্ধকারে সেলফি তোলার জন্য থাকছে মুন লাইট সেলফি ফ্ল্যাশ। ৩২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। গোল্ড এবং ব্লু ব্ল্যাক রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৯০ টাকা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads