• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ডাটা সাশ্রয়ে নতুন ফিচার ডাটালি অ্যাপে

অ্যাপটিতে সম্প্রতি যুক্ত করা হয়েছে আরো দুটি নতুন ফিচার

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

ডাটা সাশ্রয়ে নতুন ফিচার ডাটালি অ্যাপে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৮

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের সময় ডাটা সাশ্রয় করতে গত বছর ডাটালি নামের একটি অ্যাপ চালু করে গুগল। অ্যাপটিতে সম্প্রতি যুক্ত করা হয়েছে আরো দুটি নতুন ফিচার। এর মাধ্যমে আগের থেকে আরো বেশি ডাটা সাশ্রয় করা সম্ভব হবে বলেও জানিয়েছে গুগল।

নতুন দুই ফিচারের একটি হলো ইমারজেন্সি ব্যাংক। এ ফিচারটি ব্যবহারের জন্য শুরুতেই জানিয়ে দিতে হবে কতটুকু ডাটা লিমিট রয়েছে এবং জরুরি ব্যবহারের জন্য কতটুকু ডাটা তিনি জমা রাখতে চান। নির্ধারিত পরিমাণ ডাটা ব্যবহার শেষে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অ্যাপ কর্তৃক ডাটা ব্যবহার বন্ধ করে দেবে ডাটালি। সেক্ষেত্রে শুধু নির্ধারিত অ্যাপ দিয়েই ইন্টারনেট ব্যবহার করা যাবে।

অ্যাপটির নতুন অপর ফিচার হলো বেডটাইম মোড। সাধারণত বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে এবং সে সময় ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন আপডেট গ্রহণ করে। তবে এ ফিচারটির মাধ্যমে বেডটাইম নির্ধারণ করে দেওয়া হলে ওই সময়ে অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার বন্ধ থাকবে যার মাধ্যমেও ডাটা সাশ্রয় হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads