• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এক ক্লিকে ডাউনলোড করুন ফেসবুকে ফটো অ্যালবাম

পুরো অ্যালবাম ডাউনলোড করে নেওয়া যায় কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার ছাড়াই

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

এক ক্লিকে ডাউনলোড করুন ফেসবুকে ফটো অ্যালবাম

  • সায়মা ইয়াসমিন
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

অনেক সময় আমাদের ফেসবুকে থাকা অ্যালবামের সব ছবি ডাউনলোডের প্রয়োজন হয়। কিন্তু অ্যালবাম থেকে একটি একটি করে ছবি ডাউনলোড করা সময়সাপেক্ষ ও বিরক্তিকর। কারণ অনেকেই জানেন না কীভাবে একসঙ্গে পুরো অ্যালবামের ছবি ডাউনলোড করা যায়। আবার অনেকেই তৃতীয়পক্ষের নানা সফটওয়্যারের মাধ্যমে অ্যালবামের সব ছবি একসঙ্গে ডাউনলোড করে নেন।

অথচ ফেসবুক থেকেই সরাসরি পুরো অ্যালবাম ডাউনলোড করে নেওয়া যায় কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার ছাড়াই। কিন্তু এজন্য জানতে হবে এই কর্মযজ্ঞ সম্পর্কে। কীভাবে মাত্র এক ক্লিকেই ডাউনলোড করা যাবে ফেসবুকে ফটো অ্যালবাম?

প্রথমে ব্যবহারকারীকে তার ফেসবুকে লগইন করতে হবে। এরপর যে অ্যালবামটি ডাউনলোড করতে চান সেটিতে যেতে হবে। তারপর অ্যালবামটির নামের ওপর ক্লিক করলে সব ছবি দেখা যাবে। উপরে নামের ডান দিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পপআপ আসবে যেখানে তিনটি অপশন থাকবে। যার মধ্যে একটি অপশন থাকবে ডাউনলোড অ্যালবাম। এখন সেটিতে ক্লিক করতে হবে।

তারপর ‘Start Downloading Process?’ অপশনটি আসবে। সেখান থেকে ‘continue’ অপশনে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ড পর একটি নোটিফিকেশন আসবে ‘আপনার অ্যালবাম ডাউনলোডের জন্য রেডি’ তাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। সম্পূর্ণ অ্যালবামটি জিপ ফরম্যাটে সেইভ হবে। ফোল্ডারটি আনজিপ করলেই আপনার সব ছবি একত্রে পেয়ে যাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads