• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার হলেন তিতাস সরকার

মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার তিতাস সরকার

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার হলেন তিতাস সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

কম্পিউটার নেটওয়ার্কিং সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার হয়েছেন বাংলাদেশের তিতাস সরকার। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত ‘ট্রেইন দ্য ট্রেইনার’ শীর্ষক প্রোগ্রামে তার হাতে এ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এর আগে তিনি এমটিসিএনএ এবং এমটিসিআরই নামে দুটি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পাশাপাশি মাইক্রোটিক সিকিউরিটি নিয়ে একটি পেপার উপস্থাপনা করে এ যোগ্যতা অর্জন করেন।

তিতাস সরকার টিসফট আইটি নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন তিনি। বর্তমানে তিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত আছেন ইনোসিস সলিউশনসে।

তথ্যপ্রযুক্তি বা নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার করার জন্য বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স যেমন- সিসিএনএ, উইন্ডোজ সার্ভার, লিনাক্স, মাইক্রোটিক ইত্যাদি বিষয় নিয়ে লেখালেখি করেন তিতাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads