• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দেশে উবারের নিরাপত্তা ফিচার চালু

প্রতীকী ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে উবারের নিরাপত্তা ফিচার চালু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

রাইড শেয়ারিং কোম্পানি উবার আজ মঙ্গলবার থেকে বাংলাদেশের যাত্রীদের নিরাপত্তা ফিচার বা ‘সেফটি টুলকিট’ চালু করেছে।  আজ মঙ্গলবার উবারের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অপশনের মাধ্যমে যাত্রীরা উবারের সব নিরাপত্তা ফিচার অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে পাবেন। টুলকিটটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাংলাদেশের যাত্রীরা সহজেই উবারের নিরাপত্তা ফিচারগুলো ব্যবহার করতে পারেন।

এতে আরো বলা হয়েছে, নতুন ফিচার হিসেবে তাদের অ্যাপে সেফটি সেন্টার, ইমারজেন্সি বাটন, রিয়েল টাইম আইডি চেক, ইমারজেন্সি বাটন, শেয়ার স্ট্যাটাস অপশন, চালক ও যাত্রী উভয়ের জন্য টু ওয়ে রেটিংসহ আরও অনেক নতুন ফিচার যুক্ত করেছে।

উবারের পণ্য ব্যবস্থাপনা পরিচালক শচীন কানসাল বলেন, যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ‘সেফটি টুলকিট’ চালু করা হয়েছে। এটা সচেতনতার অংশ। সেফটি ফিচারগুলো সম্বন্ধে সবাইকে সচেতন করতে প্ল্যাটফর্ম হালনাগাদ করা হয়েছে। টুলকিটের অন্যতম ফিচার ‘ট্রাস্টেড কন্ট্যাক্টস’। ফিচারটির সাহায্যে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ট্রিপ সম্পর্কে বিশ্বাসযোগ্য সদস্যকে জানিয়ে রাখতে পারবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads