• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নতুন স্মার্টফোন এফ৯ আনল অপো

আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন স্মার্টফোন এফ৯ আনল অপো

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৮

দেশের বাজারে অপো এনেছে এফ সিরিজের নতুন স্মার্টফোন এফ৯। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অপো জানিয়েছে, এ ফোনটির অন্যতম আকর্ষণ হলো ভিওওসি ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। এ ফিচারটির মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ দিয়েই দুই ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে।

৬.৩ ইঞ্চি ওয়াটারড্রপ স্ক্রিনসমৃদ্ধ এ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৬০ অক্টাকোর প্রসেসর। থাকছে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সরের ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়া থাকছে এফ/২.০ অ্যাপারচারসমৃদ্ধ ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরাতেই ফুল এইচডি ভিডিও ধারণের সুবিধা থাকছে। ৪ গিগাবাইট ও ৬ গিগাবাইট র্যামে স্মার্টফোনটি পাওয়া যাবে এবং দুটি ভ্যারিয়েন্টেই থাকছে ৬৪ গিগাবাইট বিল্টইন স্টোরেজ স্পেস। অপো এফ৯-এ আছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তিনটি ভিন্ন রঙে ৩১ আগস্ট থেকে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৮ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি ভ্যারিয়েন্ট ৩১ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads