• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ভূমিকম্পের আফটার শকের আভাস দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

পদ্ধতিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

ভূমিকম্পের আফটার শকের আভাস দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

ভূমিকম্পের কিছু সময় পর অনেক ক্ষেত্রেই আফটার শক দেখা যায়। তবে আফটার শকের পূর্বাভাস দেওয়ার জন্য এখনো তেমন কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়নি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আফটার শকের আগাম খবর জানার একটি প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগলের একটি গবেষক দল। তাদের এ উদ্ভাবনের খবর প্রকাশ করা হয়েছে ন্যাচার সাময়িকীতে। এতে বলা হয়েছে, এ কাজে গবেষক দলটি ব্যবহার করেছে এক লাখ ৩১ হাজার ভূমিকম্পের ডাটা। ভূমিকম্প এবং আফটার শক, দুই ধরনের তথ্যই রয়েছে এ বিগ ডাটা নেটওয়ার্কে।

তবে এই পদ্ধতিতে আফটার শকের পূর্বাভাস দেওয়ার পদ্ধতিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত কেবল এক ধরনের আফটার শকের আগাম খবর দিতে সক্ষম এ প্রযুক্তিটি। এ ছাড়া পূর্বাভাস দেওয়ার সময় কিছু ত্রুটিও থেকে যায়।

সব মিলিয়ে এ প্রযুক্তিটিকে আরো উন্নত রূপ দেওয়ার জন্য বর্তমানে গবেষকরা কাজ করছেন। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে অচিরেই আফটার শকের নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads