• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দেশীয় পণ্য দিয়েই হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব -মোস্তাফা জব্বার

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশীয় পণ্য দিয়েই হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব -মোস্তাফা জব্বার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৮

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে তৈরি পণ্য দিয়েই শেখ রাসেল ডিজিটাল ল্যাব করা হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যেই সব পণ্যের অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি সম্মেলন কেন্দ্রে আইডিসি কর্তৃক প্রকাশিত ‘ড্রাইভিং এ ডিজিটাল বাংলাদেশ থ্রু হাইটেক ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক প্রতিবেদনের ওপর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে। এতে বেশ সফলতাও আসছে। ইতোমধ্যে বাংলাদেশের তৈরি অনেক ইলেকট্রনিকস পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এক সময় আমাদের বাংলাদেশি পণ্যের মান খারাপ ভেবে দেশের মানুষই তেমন আগ্রহ দেখাত না। কিন্তু এখন শুধু দেশ নয় বিদেশেও আমাদের ইলেকট্রনিকস ডিভাইস খুব সুনামের সঙ্গে রফতানি হচ্ছে। চাহিদাও বাড়ছে।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, এক সময় দেশের বাজারে বেশিরভাগ ক্লোন বা ব্র্যান্ডবিহীন ডেস্কটপ বিক্রি হতো। বিদেশ থেকে নানা যন্ত্রাংশ এনে দেশেই অ্যাসেম্বল করে তা বিক্রি করা হতো। দেশে ল্যাপটপ আসার পর এই চিত্র পাল্টে গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads