• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম ঘোষণা

টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮-এর চূড়ান্ত পর্বের জন্য ৭ প্রতিযোগী

ছবি : বাংলাদেশের খবর

বিজ্ঞান ও প্রযুক্তি

টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮-এর চূড়ান্ত পর্বের জন্য ৭ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে গ্রামীণফোন। এই সাত প্রতিযোগী থেকে দুজন বিজয়ী হবেন। আর চূড়ান্ত পর্বে বিজয়ী দুজন চলতি বছরের ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলো’তে অনুষ্ঠিতব্য নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পাবেন।

চূড়ান্ত পর্বে অবস্থানকারী ৭ জন প্রতিযোগী হচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ’র ইফতেখার মাহমুদ।

‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের ইয়ুথ ফোরামে অংশগ্রহণ করতে ১ হাজার ৪০০’র বেশি আবেদনপত্র বাছাই করে পাওয়া ৬০ জন আবেদনকারী নির্ধারণ করা হয়। গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করতে হয় প্রতিযোগীদের।

প্রসঙ্গত, প্রতিবছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads