• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আবেদন শুরু

নাসার লোগো

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আবেদন শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

চতুর্থবারের মতো শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ প্রতিযোগিতায় এবার এক লাখ শিক্ষার্থীকে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫০টি শহরে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে আছে বাংলাদেশের নয়টি শহর।

প্রতিযোগিতা সম্পর্কে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে ইনোভেটিভ সমাধান খুঁজে বের করাই এর মূল লক্ষ্য। যেকেউ বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নাসা কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসরণের মাধ্যমে বাছাই প্রক্রিয়া পরিচালিত হবে।’

বেসিস জানিয়েছে, মহাকাশের বিভিন্ন সমস্যার বাইরে জলবায়ু, আগ্নেয়গিরি, মঙ্গলগ্রহসহ ছয়টি ক্যাটাগরি ও বিশটি সাব-ক্যাটাগরিতে এবার হ্যাকথন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে bit.lz/NASA_Space_Apps_Challenge_2018_BD ওয়েবসাইটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads