• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম

হ্যাকার

প্রতীকী ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রের হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমে সাইবার আক্রমণের মাধ্যমে প্রায় ৭৫ হাজার গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, হ্যাকিংয়ের শিকার হওয়া সিস্টেমটি যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার ডটগভ ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত। মূলত এজেন্ট এবং সাধারণ নাগরিকরা এখান থেকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য নিবন্ধন করতে পারে।

হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করেছে ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস। কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত গ্রাহকদের শনাক্ত করার কাজ চলছে। এছাড়া তাদের তথ্য সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলেও জানানো হয়।

এছাড়া হ্যাকিংয়ের শিকার হওয়া সিস্টেমটি বন্ধ রাখা হয়েছে এবং ১ নভেম্বর থেকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য নিবন্ধনের বিষয়টি মাথায় রেখে এর আগেই পুনরায় এটি চালুর জন্য কাজ করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads