• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
একসঙ্গে তিনটি চলচ্চিত্র উৎসবে তৌকীরের ‘হালদা’

এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে নেওয়া ‘হালদা’ গত মে মাসে সার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ মোট ৪টি পুরস্কার অর্জন করেছে

ছবি : ইন্টারনেট

শোবিজ

একসঙ্গে তিনটি চলচ্চিত্র উৎসবে তৌকীরের ‘হালদা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৮

এবার আন্তর্জাতিক তিনটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘হালদা’। কসোভোতে ‘১১তম ফিল্ম ফেস্টিভ্যাল দ্য গডনেস অন দি থ্রোন’ এর প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করবে সিনেমাটি।

এছাড়া রাশিয়ায় ‘১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা’ এবং ইতালিতে ‘২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল’ এর প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে ‘হালদা’।

এর আগে চলতি মাসেই লন্ডনে ১৫তম রেইনবো চলচ্চিত্র উৎসব, দক্ষিণ কোরিয়ার সিউল বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি।

এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে নেওয়া ‘হালদা’ গত মে মাসে সার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ মোট ৪টি পুরস্কার অর্জন করেছে।

২০১৭ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকেন্দ্রিক জেলে জীবনের বিপন্নতা নিয়ে।
এতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, রুনা খান, দিলারা জামান, শাহেদ আলীসহ অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

তৌকীর আহমেদ এখন ব্যস্ত ‘ফাগুন হাওয়া’ নামের নতুন সিনেমা নির্মাণ নিয়ে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করছেন বলিউডের ‘লগান’ খ্যাত অভিনেতা যশপাল শর্মা।

এছাড়াও অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, ফারুক আহমেদ, আফরোজা বানু প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads