• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
দুরন্ত টিভির ঈদ আয়োজন

শিশুদের প্রিয় চ্যানেল দুরন্ত টেলিভিশনের লোগো

সংগৃহীত ছবি

শোবিজ

দুরন্ত টিভির ঈদ আয়োজন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে শিশুদের প্রিয় চ্যানেল দুরন্ত টেলিভিশন। অনুষ্ঠানমালায় ৫টি ব্লকবাস্টার সিনেমার বাংলায় টেলিভিশন প্রিমিয়ার করবে চ্যানেলটি। ২২ আগস্ট থেকে ২৬ আগস্ট প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে এ সিনেমাগুলো।

বাংলায় ভাষান্তরিত ‘ম্যাডেলাইন’ প্রচার হবে ২২ আগস্ট। ‘আইস এইজ’ শিরোনামের সিনেমাটি প্রচার হবে ২৩ আগস্ট। ২৪ আগস্ট হবে ‘দ্য স্মার্ফস-২’। ‘ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস’ ও ‘হোটেল ট্রানসিলভেনিয়া’ সিনেমা দুটি প্রচার হবে যথাক্রমে ২৫ ও ২৬ আগস্ট। বিশ্ববিখ্যাত পাঁচটি সিনেমার বিশেষ প্রদর্শনী হবে প্রতিদিন বিকাল ৩টায়। সিনেমাগুলো হলো- ‘হোম অ্যালোন-১’, ‘হোম অ্যালোন-২ ’, ‘হোম অ্যালোন-৩’, ‘বেবিস ডে আউট’ ও ‘গারফিল্ড’।

বিদেশি সিনেমার পাশাপাশি থাকছে দুরন্ত টেলিভিশনের নিজস্ব প্রযোজনা। গল্প বলার ধারাবাহিক ‘রঙ-বেরঙের গল্প’। পরিচালনা করেছেন তোফায়েল সরকার। প্রচার হবে ঈদের পাঁচ দিন প্রতিদিন বিকাল ৫টা ও রাত ৯টায়। পারিবারিক গেম শো ‘মা-বাবাই সেরা’। আফরিন অথৈর উপস্থাপনায় তোফায়েল সরকার পরিচালিত এই অনুষ্ঠানের বিশেষ পাঁচ পর্ব প্রচার হবে ঈদের পাঁচ দিন প্রতিদিন দুপুর ১টায়। ধারাবাহিক পুতুল নাটক ‘খাট্টা মিঠা’র বিশেষ পর্ব প্রচার হবে ঈদের পাঁচ দিন প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads