• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

অভিনেত্রী সুমাইয়া শিমু

সংগৃহীত ছবি

শোবিজ

ঈদের ‘রাঙা সকাল’-এ শিমু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নিজের অভিনয় ক্যারিয়ারে পূর্ণ করেছেন ২০ বছর। সম্প্রতি শিমু অংশ নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটির ঈদ পর্বে দেখা যাবে তাকে। রুম্মান রশীদ খান ও লাবণ্যর উপস্থাপনায় পর্বটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে।

অনুষ্ঠানে অংশ নিয়ে শিমু জানিয়েছেন তার অজানা বিভিন্ন তথ্য। পাশাপাশি করেছেন ২০ বছরের স্মৃতিচারণ। অনুষ্ঠানের একপর্যায়ে শিমু জানান, অভিনয়ের জন্য প্রথম ত্যাগ স্বীকার করেছেন তিনি। সেটি ছিল তার নাম থেকে ‘ল’ শব্দটি বাদ দিয়ে। তার পুরো নাম সুমাইয়া রহমান শিমুল। অভিনেতা মনির খান শিমুলের নামের সঙ্গে তার নাম যেন মিলিয়ে না যায় তাই কয়েকজন নির্মাতার পরামর্শে নিজের নাম থেকে ‘ল’ বাদ দেন শিমু।

প্রথম অভিনয়ের স্মৃতি প্রসঙ্গে শিমু বলেন, ‘প্রথম অভিনয় করার আগে আমি ভীষণ নার্ভাস ছিলাম। তবে তা ক্যামেরায় ধরা পড়েনি। ডলি (জহুর) আন্টি বলেছিলেন, মেয়েটা তো একদম পুতুলের মতো।’

‘রিলিফ ইন্টারন্যাশনাল’ নামের একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন শিমু। ২০১৭ সালে তিনি এ সংস্থাটির শুভেচ্ছাদূত নির্বাচিত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads