• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উজ্জ্বল আদিত্যের ‘প্রেম পাগলা’

উজ্জ্বল আদিত্যের প্রথম একক অ্যালবাম ‘প্রেম পাগলা’

সংগৃহীত ছবি

শোবিজ

উজ্জ্বল আদিত্যের ‘প্রেম পাগলা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ হচ্ছে লোককাণ্ডারি উজ্জ্বল আদিত্যের প্রথম একক অ্যালবাম ‘প্রেম পাগলা’। অ্যালবামের পাঁচটি লোকগানের মধ্যে চারটি মৌলিক গান রয়েছে। পাশাপাশি প্রখ্যাত বাউলশিল্পী বিজয় দাসের ‘সংসার আর সংসারে’ গানটি কাভার করেছেন উজ্জ্বল। অ্যালবামের গানগুলো হচ্ছে- ‘প্রেম পাগলা’, ‘পুরানা চশমা’, ‘সংসার আর সংসারে’, ‘আল্লাহর মায়া’ এবং ‘দেহ তরী’।

‘প্রেম পাগলা’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন রুদ্র রাসেল, সোহাগ ওয়াজিউল্লাহ প্রমুখ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন যথাক্রমে- এফএ সুমন, অনু মোস্তাফিজ, প্রত্যয় খান, গামছা পলাম, খায়রুল ওয়াসি এবং শুভ্র রাহা। ‘প্রেম পাগলা’ গানটির কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার। সঙ্গীত করেছেন প্রত্যয় খান।

এ প্রসঙ্গে উজ্জ্বল আদিত্য বলেন, ‘কিছু অনুভূতির কথা কখনই ঠিকভাবে বোঝানো যায় না। আমিও তাই। আমি শুধু শ্রোতাদের গানগুলো শোনার অনুরোধ করছি। তাদের ভালো লাগলেই সামনে পথচলার সাহস পাব। আর দর্শক-শ্রোতাদের লক্ষ্যে একটা কথাই বলব- গানের সঙ্গে আছি এবং আমৃত্যু থাকতে চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads