• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নাট্যাঙ্গনে নির্বাচনের ডামাডোল

ছবি : সংগৃহীত

শোবিজ

নাট্যাঙ্গনে নির্বাচনের ডামাডোল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

প্রতিষ্ঠার ১৬ বছরের মাথায় দ্বিতীয়বারের মতো নির্বাচনের আয়োজন হচ্ছে ডিরেক্টরস গিল্ডে। আগামী ২৮ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০২ সালে নাটক নির্মাতাদের স্বার্থরক্ষার জন্য গঠন করা হয় ডিরেক্টরস গিল্ড।

শুরু থেকে তিনবার ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠন করা হলেও কার্যত টানা ১৪ বছর সংগঠনটি ছিল প্রায় অচল। সেই অচলায়তন ভাঙার জন্য ২০১৬ সালের ২২ জুলাই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে দুই বছরের জন্য সভাপতি হিসেবে গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এসএ হক অলীক। নানা আলোচনা-সমালোচনা থাকলেও ডিরেক্টরস গিল্ডকে গত দুই বছর বেশ কার্যকর ভূমিকায় দেখা গেছে।

দুই বছর পেরিয়ে ২৮ সেপ্টেম্বর আবারো হচ্ছে নির্বাচন। জানা গেছে, এবার বিদায়ী সভাপতি গাজী রাকায়েত নির্বাচন করছেন কার্যনির্বাহী সদস্য পদে। অন্যদিকে এসএ হক অলীক সাধারণ সম্পাদক পদের জন্য আবারো নির্বাচন করছেন।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন উপলক্ষে এখন জমজমাট নাট্যাঙ্গন। বিশেষ করে প্রতিদিন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসছে নাট্য নির্মাতাদের জমজমাট আড্ডা। তাদের সঙ্গে যুক্ত হন অভিনয় শিল্পী, প্রযোজকসহ নাটক-সংশ্লিষ্টরা।

এবারের নির্বাচনে সভাপতি পদে ভোট করছেন দুজন- সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ। সাধারণ সম্পাদক পদে লড়াই চালাচ্ছেন তিনজন- এসএ হক অলীক, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এসএম কামরুজ্জামান সাগর। সহ-সভাপতির তিনটি পদের জন্য অ্যালবার্ট খান, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, জামাল উদ্দিন জামাল, শহীদ রায়হান, সকাল আহমেদ ও বদরুল আলম সৌদ লড়াই করছেন। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের জন্য নির্বাচন করছেন ফরিদুল হাসান, নোমান রবিন, হূদি হক ও হাসান নোমান। অর্থ সম্পাদক পদে লড়ছেন ফিরোজ খান ও সাজ্জাদ হোসেন সনি। সাংগঠনিক সম্পাদক প্রার্থী তুহিন হোসেন, দ্বীন মোহাম্মদ মন্টু ও রিয়াজুল রিজু। প্রচার সম্পাদক পদে ফয়েজ আহম্মেদ রেজা ও রাকিবুল ইসলাম চৌধুরী।

এছাড়া ১০ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য হওয়ার জন্য এবার প্রার্থী হয়েছেন মোট ২৯ জন। তারা হলেন গাজী রাকায়েত, শেখ রুনা, সাইফ চন্দন, এসএম মাসুদ করিম, শাহজাদা মামুন, জহির খান, মাহমুদ দিদার, সাইফ উদ্দিন আহমেদ, এমএইচএম মোস্তাসির বিপন, তারেক মোহাম্মদ হাসান, শৌর্যদীপ্ত সূর্য, মোস্তাফিজুর রহমান সুমন, ফেরারি অমিত, ইকরাম পারওয়াইজ, মো. মনিরুজ্জামান চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, মো. সাইদুর রহমান আরিফ, মুক্তি মাহমুদ, সাখাওয়াত মানিক, আহসান হাবীব শাকিল, আরিফ এ আহনাফ, সহিদ-উদ-নবী, রাজু আলীম, মারুফ মিঠু, শিহাব শাহীন, প্রীতি দত্ত, জিএম সাজ্জাদ হোসাইন, কাজী সোহাগ ও যোশেফ মার্শেল গোমেজ।

আগামী ২৮ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। কমিশনার হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও অভিনেতা-নির্দেশক এসএম মহসিন।

গিল্ডের বর্তমান সদস্য ৫৬০ জন। তবে ভোটাধিকার পাওয়া চূড়ান্ত সদস্যের তালিকা প্রকাশ হবে ১৮ সেপ্টেম্বর, নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে। এমনটাই জানান গিল্ডের নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads