• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আটকে গেল মাতাল ও নায়ক

ছবি: সংগৃহীত

শোবিজ

আটকে গেল মাতাল ও নায়ক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৮

হাইকোর্টের রায়ে আটকে গেল শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ও ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবি দুটির মুক্তি। নতুন এ ছবি দুটিকে পুরনো ছবি হিসেবে মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির। রিটের শুনানি শেষে ছবি দুটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নতুন ছবিকে পুরনো ছবি হিসেবে মুক্তি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নায়ক’ ও ‘মাতাল’ ছবি মুক্তির ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও বলা হয়েছে আদেশে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ১২ অক্টোবর মুক্তি দেওয়ার কথা ছিল ‘মেঘ কন্যা’ ও ‘আসমানী’ নামের দুটি নতুন ছবি। প্রায় তিন মাস আগে এ দিন ছবি দুটি মুক্তি দেওয়ার জন্য তারিখ নেওয়া হয়েছিল। হঠাৎ করেই ‘নায়ক’ ও ‘মাতাল’ নামের দুটি নতুন ছবিকে কথিত পুরনো ছবি হিসেবে ১২ অক্টোবর মুক্তির ঘোষণা দেওয়া হয়। ফলে মুক্তি নিয়ে শঙ্কায় পড়েছেন ‘মেঘ কন্যা’ ও ‘আসমানী’ ছবি দুটির প্রযোজক।

রায়ের পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন জানতে চাইলে ‘নায়ক’ ছবির পরিচালক গতকাল বিকালে বলেন, ‘হাইকোর্টের আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ১২ অক্টোবর (আজ) ছবিটি মুক্তি দিচ্ছি না। আমরা পরে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

‘মাতাল’ ছবির পরিচালক বলেন, ‘যেহেতু কোর্ট স্টে অর্ডার দিয়েছে সেহেতু এটা আমাদের মানতেই হবে। আমরা কাল ছবিটি মুক্তি দিচ্ছি না। পরে আমরা সিদ্ধান্ত নেব, কবে নাগাদ মুক্তি দেওয়া যেতে পারে।’

এদিকে মুক্তির তালিকায় থাকা ‘আসমানী’ ছবিটিও আজ মুক্তি পাচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবির পরিচালক সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা ছবি মুক্তি থেকে সরে এসেছি। আমার কাছে মনে হয়েছে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। যে কারণে শুক্রবার (আজ) ছবিটি মুক্তি দিচ্ছি না।’ ‘মেঘ কন্যা’ কতটি হলে মুক্তি পাচ্ছে জানতে চাইলে ছবির প্রযোজক গতকাল সন্ধ্যায় বাংলাদেশের খবরকে বলেন, ‘ঢাকায় তিনটি হল আমরা কনফার্ম করেছি। ঢাকার বাইরে আরো কয়েকটি হল কনফার্ম হয়েছে। চূড়ান্ত হলসংখ্যা রাত ৮টা নাগাদ জানাতে পারব। তবে আমার ছবিটি মুক্তি পাচ্ছে এটা পুরোপুরি কনফার্ম।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads