• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পার্বতী বাউলকে সম্মাননা প্রদান

উপমহাদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউলকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বাউল সঙ্গীত কর্মশালা

ছবি : সংগৃহীত

শোবিজ

পার্বতী বাউলকে সম্মাননা প্রদান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

উপমহাদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউলকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বাউল সঙ্গীত কর্মশালা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কর্মশালাটি পরিচালনা করেছেন পার্বতী বাউল। এতে অংশ নিয়েছেন শিল্পকলা একাডেমির সঙ্গীত ও বাউল শিল্পীসহ ৪২ জন শিল্পী।

সমাপনী দিনে শিল্পী পার্বতী বাউলকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা তুলে দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী বাউল শিল্পী মিলন ও বিপাশাকে কলকাতায় আশ্রমে নিয়ে গান শেখার জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা করেন শিল্পী পার্বতী বাউল। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

শৈশবে পার্বতী বাউলের নাম ছিল মৌসুমী পারিয়াল। বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাইয়ের কাছ থেকে বাউল দীক্ষা গ্রহণ করেন তিনি। বাউল গানের তত্ত্ব কথাগুলো সাধক শিষ্যদের কাছে গানের সঙ্গে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন পার্বতী বাউল। দেশভাগের আগে তার পূর্বপুরুষদের বাস ছিল বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads