• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
‘ইত্যাদি’র শিল্পী হতে চায় আমিরুল

সংগৃহীত ছবি

শোবিজ

‘ইত্যাদি’র শিল্পী হতে চায় আমিরুল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

জীবন-সংগ্রামী অভিনেতা আমিরুল ইসলাম ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শিল্পী হতে চায়। মনের অদম্য ইচ্ছা ইত্যাদির পরিচালক হানিফ সংকেতের সঙ্গে সাক্ষাতের। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি। তবে একজন কৌতুক অভিনয় শিল্পী হিসেবে এ পর্যন্ত কয়েকটি যাত্রাপালায় অভিনয়ের সুযোগ পেয়েছেন খুলনার আমিরুল ইসলাম। কৌতুক অভিনয় শিল্পী হিসেবেই নিজেকে বাঁচিয়ে রাখতে চান সমাজে।

খুলনা জেলার রূপসা উপজেলার সামন্তসেনা পাঁচআনি গ্রামে ১৯৮৩ সালে জন্ম হয়েছিল আমিরুল ইসলামের। ছোটবেলা থেকেই কৌতুক অভিনেতা হওয়ার ইচ্ছাকে যেন হার মানাতে পারেনি তাকে। এজন্য তিনি ছুটে বেড়াতেন বিভিন্ন যাত্রা অনুষ্ঠানে। আমিরুল বলেন, ‘একদিন খুলনার নাট্য পরিচালক মোহাম্মদ হোসেনের সঙ্গে পরিচয় হয়। তখন তিনি বিভিন্ন যাত্রাপালা পরিচালনার দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই যাত্রা অঙ্গনে প্রবেশ করি।’

২০১৬ সালে অনন্য মামুন পরিচালিত ‘ভালোবাসার গল্প’ নামক চলচ্চিত্রে কৌতুক শিল্পী হিসেবে অভিনয় করেন আমিরুল। এরপর ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিতে কৌতুক শিল্পী হিসেবে দেখা যায় তাকে। এ পর্যন্ত যেসব চলচ্চিত্র নির্মাতা তাকে অভিনয়ের সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমিরুল ইসলাম জানিয়েছেন, তার মূল্য লক্ষই হচ্ছে কৌতুক অভিনেতা, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেতের সঙ্গে সাক্ষাৎ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads