• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চার শিল্পীকে প্রধানমন্ত্রীর অনুদান

চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রকে অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

শোবিজ

চার শিল্পীকে প্রধানমন্ত্রীর অনুদান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

চিকিৎসা এবং অসহায়ত্ব দূর করতে এবার চার শিল্পীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে চার শিল্পীকে ৯০ লাখ টাকার অনুদান দিয়েছেন তিনি। অনুদানপ্রাপ্ত শিল্পীরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী রেহানা জলি, অভিনেত্রী নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। এর মধ্যে প্রবীর মিত্র ও রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ টাকা করে। এছাড়া অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি পেয়েছেন ২০ লাখ টাকা করে অনুদান। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্মাতা জিএম সৈকত।

অনুদানপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেতা প্রবীর মিত্র জানান, শত ব্যস্ততার মধ্যেও হাসিমুখে প্রধানমন্ত্রী আমাদের হাতে সঞ্চয়পত্র তুলে দিয়েছেন। এত ঝামেলার মধ্যেও যিনি হাসিমুখে শিল্পীদের কদর করেন তার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সঞ্চয়পত্র হাতে তুলে দেওয়ার সময় তিনি আমাকে বলেছেন, ‘যে টাকা প্রতি মাসে আপনি পাবেন সেটা দিয়ে খুব ভালো চিকিৎসা হয়ে যাবে।’

অভিনেত্রী রেহানা জলি বলেন, ‘অর্থাভাবে আমার চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল। আমার কোনো পথ ছিল না। প্রধানমন্ত্রী আমার সবচেয়ে বড় উপকারটা করেছেন। প্রধানমন্ত্রীর জন্যই আমার চিকিৎসা আবার শুরু করতে পারব।’

এর আগে আজিজুর রহমান, আফজাল শরীফ, কাজী হায়াৎ, ড্যানি রাজ, খালেদা আক্তার কল্পনাসহ শোবিজ অঙ্গনের অনেক নির্মাতা ও শিল্পীকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads