• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চিত্রনায়ক শাকিব খান

সংগৃহীত ছবি

শোবিজ

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ দাখিল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

সাংবাদিক হেনন্তার ঘটনায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী দুই সাংবাদিক। সাংবাদিক জিয়াউদ্দিন আলম স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি বরাবর। অন্যদিকে সাংবাদিক জিয়াউদ্দিন আলম ও সাংবাদিক সুদীপ্ত সাঈদ খান স্বাক্ষরিত দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি বরাবর। গত ১০ নভেম্বর সন্ধ্যায় এ অভিযোগপত্র দাখিল করেছেন তারা।

তিন সমিতির গ্রহণ করা আলাদা তিনটি অভিযোগ পত্রই হাতে পেয়েছে বাংলাদেশের খবর। অভিযোগের বিবরণীতে বলা হয়, গত ৮ নভেম্বর এফডিসিতে ‌‌‘শাহেনশাহ’ চলচ্চিত্রের শুটিং চলছিল। বিকালের দিকে শাকিব খানের সঙ্গে সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব) সদস্যদের ঝামেলার সূত্রপাত। তাদের ঝগড়া প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। পেশাগত দায়িত্বের কারণে সেই পরিস্থিতির ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ইউনিটের লোকজন সাংবাদিকদের বাধা দেন। এরপর শাকিব খান নিজে এসে দুই সাংবাদিকের ওপর চড়াও হন। উপস্থিত আরো সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। ঘটনার একপর্যায়ে শাকিব খান সাংবাদিকদের মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেন এবং মোবাইল ফোন থেকে সেই ঘটনার ধারণকৃত ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলও ডিলিট করে দেন।

এদিকে, দাখিলকৃত অভিযোগপত্র সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য রাহাত সাইফুল বাংলাদেশের খবরকে বলেন, ‘আমাদের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আজ (গতকাল রোববার) চিঠি দেখবেন, তারপরই দ্রুত মিটিং ডাকা হবে। মিটিংয়ে বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

অন্যদিকে, বাকি দুটি অভিযোগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তারা দুজনই আলাদাভাবে ভুক্তভোগী দুই সাংবাদিককে আশ্বস্ত করেন। জানা গেছে, শিগগিরই বিষয়টি নিয়ে আলাদাভাবে বৈঠকে বসবে দুই সমিতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads