• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
তানিয়ার ‘অন্য মানুষ’

সংগৃহীত ছবি

শোবিজ

তানিয়ার ‘অন্য মানুষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

‘অন্য মানুষ’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী তানিয়া হোসাইন। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সাঈদ বাবু। ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত এ নাটকটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, বাসার, সোহেল, সবুজ প্রমুখ। ১৫ নভেম্বর রাত ১০টায় এশিয়ান টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

গল্পে দেখা যাবে, রোবট-পাগল কারো সঙ্গে কথা বলে না কিন্তু হঠাৎ একটা মেয়েকে দেখার পর থেকে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। যেখানেই তারিন যায় সেখানেই রোবট-পাগল গিয়ে হাজির হয়। এই নিয়ে বেশ বিরক্ত তারিন ও তার মা। তার মা এই বিষয় নিয়ে বেশ মজা করতে থাকে এবং তারিনের সঙ্গে পাগলকে বাসায় এনে খাবার খাওয়ায়। কিন্তু দিন যতই যাচ্ছে রোবট-পাগলের অত্যাচার বাড়তে থাকে। এদিকে তারিনের হবু বর বিয়ের জন্য ঢাকায় আসবে। তারিন আর তার মা রোবট-পাগলকে বাসায় এনে নানানভাবে বোঝাতে চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। একপর্যায়ে তারিন নানানভাবে খারাপ ব্যবহার করে তার সঙ্গে।

কিন্তু ঘটনাক্রমে তারিনের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রোবট-পাগল। তার পকেটে একটি চিঠি পাওয়া যায়। সেখানে লেখা থাকে সে পাগল নয়, পাগল বেশে ঘুরে বেড়ায়। কারণগুলো শোনার পর তারিন অবাক হয়ে যায়। ঘটনা মোড় নিতে থাকে অন্য দিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads