• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চতুর্থ বর্ষে দীপ্ত টিভি

সংগৃহীত ছবি

শোবিজ

চতুর্থ বর্ষে দীপ্ত টিভি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

সাফল্যের তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পা রাখল স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি। দেশব্যাপী পূর্ণাঙ্গ সম্প্রচারের মাধ্যমে ২০১৫ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি। গত তিন বছর ধরে চ্যানেলটি মানসম্পন্ন ও জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান সম্প্রচার, স্বল্প সময়ের বিজ্ঞাপন বিরতি ইত্যাদি বৈশিষ্ট্য ইতোমধ্যেই টিভি চ্যানেলটিকে অন্যান্য চ্যানেল থেকে আলাদা করেছে। ফলে অল্প সময়েই দীপ্ত টিভি দেশ-বিদেশের অগণিত দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

দর্শকদের রুচি ও ভালো লাগাকে গুরুত্ব দিয়ে দীপ্ত টিভি মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে। সে কারণে চ্যানেলটির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে ‌‌‌‌‌‌‘খুঁজে ফিরি তাকে’, ‘খেলাঘর’, ‘অপরাজিতা’, ‘পালকি’, ‘ওরা থাকে ওধারে’, ‘অলি’ ও ‘মধ্যবর্তিনী’ শিরোনামের বিভিন্ন ধারাবাহিক নাটক। দর্শকপ্রিয়তায় এসব ধারাবাহিক দেশের অন্য ধারাবাহিকের তুলনায় এগিয়ে। পাশাপাশি দর্শককে বিদেশি চ্যানেল থেকে দেশীয় বিনোদনে ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা রেখেছে। এ ছাড়া, সফলতার সঙ্গে ‘বেনটেন’ ও ‘সুলতান সুলেমান’-এর সম্প্রচার শেষ করে সম্পূর্ণ ভিন্নধারার তুর্কি ধারাবাহিক ‘এইযেল’ প্রচার শুরু করেছে টেলিভিশনটি।

দীপ্ত টিভির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত সরাসরি প্রচার হবে ‘দীপ্ত উল্লাস’। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া, তমা মির্জা এবং চাঁদনী। সরাসরি গান নিয়ে থাকছেন প্রতীক হাসান, বাঁধন, রাফাত, ঐশী, কিশোর, কণা, রাজিব, লিজা, সাব্বির, মুহিন, ফকির শাহাবুদ্দিন, শাহানাজ বেলী, আতিক হাসান এবং নাসির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads