• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শুরু হচ্ছে ‘চাটাম ঘর’

সংগৃহীত ছবি

শোবিজ

শুরু হচ্ছে ‘চাটাম ঘর’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’। মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া, মামুনুর রশীদ, আ খ ম হাসান, জুঁই করিম, শামীম জামান, নাবিলা ইসলাম, জয়রাজ, তারিক স্বপন, আমানুল হক হেলাল, আমিন আজাদ, সোমা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে সমাজের অনেক মানুষ কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। এদের জন্য দরকার একটি আড্ডাস্থল। শুধু কথা বলা আর গল্প করার জন্য যে একটি ঘর তৈরি করা যেতে পারে এটি একটি ব্যতিক্রমী চিন্তা। কিন্তু সত্যিই এমন স্থাপনা রয়েছে। নদীর তীর ঘেঁষে সাধারণভাবে নির্মাণ করা স্থাপনাকে স্থানীয়রা চাটাম ঘর নামেই চেনেন। প্রতিদিন যেমন মানুষ অফিসে যায় ঠিক একইভাবে সকালে স্থানীয় চাটামবাজরা (গল্প বলতে পারদর্শী) এখানে আসেন চাটাম দিতে। এই চাটাম ঘরকে নিয়েই নাটক চাটাম ঘর। এখানে বিচারসভা থেকে শুরু করে আলোচনা-সমালোচনা-ঝগড়া-বিবাদ সবই হয়। চাটামঘর স্থানীয়দের দিনের পর দিন অলস করে দিচ্ছে। নেশার মতো হয়ে উঠছে। ঘরে চাল নেই, বাজার-সদাই কিছু নেই বউ রাগারাগি করছে কিন্তু চাটাম ঘরে আসা বন্ধ করছে চাটামবাজরা। কাজ না করে না খেয়ে থাকা যাবে কিন্তু চাটাম ঘরে আসা বন্ধ করা যাবে না। যতই বাড়িতে অশান্তি হোক এখানে এলে এক ধরনের শান্তি পাওয়া যায়। তবে সেই শান্তি স্থায়ী নয়, ক্ষণিকের। এখানে কর্মহীন মানুষ সব সময় কথায় সত্যের চেয়ে মিথ্যা বেশি বলেন। আর এর পরিণতি যে শুভ নয় তাই দেখানো হবে নাটকে।

‘অতিকথন জীবনের জন্য শুভ নয়’ চিরন্তন এই সত্যকে নাটকে তুলে ধরার চেষ্টা করা হবে। হাস্যরসাত্মক এই নাটকে দেখানো হবে শুধু হাসি আর খুশিতে জীবন চালানো কঠিন। প্রাসঙ্গিকভাবেই গল্প বলার ক্ষেত্রে জীবনকে ফুটিয়ে তোলার সতর্ক চেষ্টা থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads