• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিপাশার ‘কাঠ গোলাপ’

ছবি : সংগৃহীত

শোবিজ

বিপাশার ‘কাঠ গোলাপ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ বিপাশা কবির। রুবেল আনুশ পরিচালিত ‘কাঠ গোলাপ’ ছবিতে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পীরাজ। পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন রুবেল আনুশ। পরিচিত বিপাশাকে ভিন্নভাবে ‘কাঠ গোলাপ’ ছবিতে উপস্থাপন করেছেন এ নির্মাতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ একটি প্রজেক্ট করেছি। আমার এ ছোট ছবির প্রতিটি দৃশ্যে আমাদের চোখ এড়িয়ে যাওয়া গল্পগুলো দেখতে পাবে। বিপাশা কবিরকে ভিন্ন লুকে উপস্থাপন করার চেষ্টা করেছি। তার পরিচিতির গণ্ডির বাইরে নিয়ে এসেছি। অন্যদিকে, বাপ্পীরাজও খুব ভালো অভিনয় করেছে। তার জায়গা থেকে সেও কারিশমা দেখিয়েছে।’

‘কাঠ গোলাপ’ ছোট ছবিতে ‘মারিয়া’ চরিত্রে দেখা যাবে বিপাশাকে। আর বাপ্পীরাজ অভিনয় করেছেন ‘শুভ্র’ চরিত্রে। গল্পে দেখা যাবে, শুভ্র প্রফেশনালি মানুষের বাসায় বিভিন্ন ধরনের ফুল ডেলিভারি দেয়। মারিয়াদের বাসায়ও ফুল ডেলিভারি দেয় সে। প্রথম দিন মারিয়াদের বাসায় ফুল দেওয়ার সময় শুভ্রর হাতে মারিয়ার স্পর্শ তাকে ভিন্ন অনুভূতি এনে দেয়। এভাবে প্রতিদিন ফুল দিতে গিয়ে মারিয়া শুভ্রর প্রতি দুর্বল হতে থাকে। তারপর গল্পে মোড় আসে।

অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘কাজটি করে সত্যি আমি কাঠ গোলাপ হয়ে গেছি। আমার দর্শকরা আমাকে ভিন্নরূপে আলাদা এক বিপাশাকে খুঁজে পাবেন এ কাজটিতে। ছোট এ ছবিটি দেখতে দর্শকের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। খুব শিগগিরই এটি মুক্তি পাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads