• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মৌসুমীর আহ্বান

চিত্রনায়িকা মৌসুমী

ছবি : বাংলাদেশের খবর

শোবিজ

মৌসুমীর আহ্বান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

‘রাাত্রির যাত্রী ছবির প্রচারে আমি নিজে উদ্বুদ্ধ হয়ে অংশ নিয়েছি। ছবিটির প্রচারে এ বিশ্ববিদ্যালয়ে আসার কথা শুনেই আমি সম্মতি জানিয়েছি। কারণ শিক্ষার্থীদের মধ্যে ছবিটি দেখার আগ্রহ সৃষ্টি করার মধ্যে আমি ভালোলাগা খুঁজে পাব।’ হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ ছবির প্রচারে রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই বলেন এ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ও প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এ অনুষ্ঠানে মৌসুমী আরো বলেন, ‘রাত্রির যাত্রী এমনই একটি ছবি যাতে প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে রাজধানীর বর্তমান চিত্র ফুটে উঠবে। আপনারা বেশি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত্রির যাত্রীকে ছড়িয়ে দিন। যাতে ছবিটি দেখতে দর্শক হলমুখী হয়।’

আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘রাত্রির যাত্রী’ ছবিটি। মুক্তি উপলক্ষে ভিন্নধর্মী প্রচার চালিয়ে যাচ্ছেন নির্মাতা। প্রচারের অংশ হিসেবেই কানাডিয়ান ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন হাবিব। তিনি বলেন, ‘রাত্রির যাত্রী কোনোভাবেই শেষ হতো না যদি না মৌসুমী আপু আমাকে সহযোগিতা না করতেন। তার মতো এভাবে কোনো শিল্পী পরিচালককে সহযোগিতা করেন কি না আমার জানা নেই। শুটিংয়ের সময় তিনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কাজ করেছেন, আবার নিজেই গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরেছেন। তিনি আমার ছবির জন্য সব কষ্ট হাসিমুখে মেনে নিয়েছেন। দর্শকদের বলব, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। তাহলেই আমাদের সব কষ্ট সফলতা পাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাত্রির যাত্রীর পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এবং কিংবদন্তি সিনেমাটোগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চু। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানে ছবির ট্রেলার ও একটি গান প্রদর্শিত হয়েছে বলেও জানা গেছে আয়োজক সূত্রে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads