• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ব্যস্ততা যেন আমার চিরসঙ্গী

চিত্রনায়িকা পপি

সংগৃহীত ছবি

শোবিজ

ব্যস্ততা যেন আমার চিরসঙ্গী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

ঢালিউডে চিত্রনায়িকা পপির এন্ট্রি ১৯৯৭ সালে ‘কুলি’ ছবি দিয়ে। এরপর পেরিয়ে গেছে এক দুই করে বিশটি বছর। প্রাপ্তির থলিতে জমা পড়েছে সেরা অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। অভিনয় করেছেন প্রায় দেড় শতাধিক ছবিতে। ‘কুলি’ থেকে আজকের ‘সোনা বন্ধু’তে তার উপস্থিতি যেন এখনো সেই একই রকম। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধর্মী গল্পের ছবিতে অভিনয় করে লাইম লাইটে আসেন পপি। ‘মেঘের কোলে রোদ’ ছবিতে একজন এইডস রোগীর চরিত্রে, ‘গঙ্গাযাত্রা’ ছবিতে ডোমের চরিত্রে, ‘ডাকু রানী’ ও ‘গার্মেন্টস কন্যা’ ছবিগুলো তার ভিন্নমাত্রার অভিনয়ের প্রমাণ। গতানুগতিক নায়িকা ইমেজের বাইরে এসে চলচ্চিত্রে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করা নেহাত সহজ নয়। আর এ কঠিন বিষয়টিকে খুব সহজেই উতরে গেছেন পপি।

প্রায় এক বছর বিরতির পর ঢালিউডে আবার নতুন করে ব্যস্ত হয়েছেন পপি। চলতি মাসে কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এ ছবিতে পপিকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে। ছবিতে অভিনয়ের প্রসঙ্গে পপি বলেন, ‘এরই মধ্যে অনেকই সেভ লাইফের কাজ শুরু করে দিয়েছেন। এই মাস থেকে আমার কাজ টানা শুরু হবে। ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের চ্যালেঞ্জিং জীবন নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। তাই আমারও অনেক আগ্রহ ছবিটির কাজ শুরু করার।’

পপির ‘কাটপিছ’ ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে শিগগির। বাংলাদেশের ছবিতে ২০০০ সালের পরের সময়ে কাটপিছ ও অশ্লীলতা মহামারি আকার ধারণ করেছিল। কয়েক বছরে আমাদের চলচ্চিত্র প্রায় ডুবতে বসেছিল। চলচ্চিত্রের সে সময়ের নানা ঘটনা নিয়ে এই ‘কাটপিছ’। এটি পরিচালনা করবেন বুলবুল বিশ্বাস। কাটপিছ ছবির ফার্স্ট লুক নিয়ে আলোচনা সমালোচনা চললেও বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নন পপি। বললেন, ‘পরিচালক বুলবুল বিশ্বাস আমাকে যেভাবে গল্পটা শুনিয়েছেন আমি মুগ্ধ। চরিত্রটি চ্যালেঞ্জিং, এই ছবির গল্পটাই এমন যেটাতে অভিনয় করতে পারব।’

এ ছাড়া তিনি আরিফের নিদের্শনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। এই ছবিতে দেবদাস চরিত্রে ফেরদৌস এবং পার্বতী চরিত্রে অভিনয় করছেন পপি। সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিতে কাস্টম অফিসারের ভূমিকায় অভিনয় করছেন পপি। সম্প্রতি অভিনয় করেছেন ওয়েব সিরিজ ইন্দুবালাতে। বিজ্ঞাপনে মডেল হিসেবেও পপির সরব উপস্থিতি। সব মিলিয়ে অভিনয়ে চরম ব্যস্ত হয়ে পড়লেও সার্বিক ব্যস্ততাকে উপভোগই করছেন পপি। তিনি বলেন, ‘সারাজীবনই অভিনয় করে যেতে চাই। এই ব্যস্ততা যেন আমার চিরসঙ্গী হিসেবে থাকে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads