• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাবা থাকে বাসায়

নাটক ‘বাবা থাকে বাসায়’ এর একটি দৃশ্য

সংগৃহীত ছবি

শোবিজ

বাবা থাকে বাসায়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৮

প্রায় বছর দশেক ধরে চাকরি করতে করতে ভাষা ও উদয়ের বাবা এখন ক্লান্ত, তরুণ বয়সে লেখক হওয়ার স্বপ্নটা প্রায় হারাতেই বসেছে। কিন্তু আর না যথেষ্ট হয়েছে। এবার লেখাটা শুরু করতেই হবে। প্রয়োজনে চাকরিই আর করব না— মনস্থির করেন ভাষা ও উদয়ের বাবা। অন্যদিকে, ক্যারিয়ার যখন প্রায় তুঙ্গে তখন সংসার আর সন্তানের জন্য সবকিছু ছেড়ে নিজেকে চার দেয়ালেই আবদ্ধ করে ফেলেন ভাষা ও উদয়ের মা। তবে মনটা তার সব সময়ই খচখচ করত। কিন্তু ব্যাপরাটা তো অত সহজ নয়! কারণ বাসায় এখন আছে ভাষা আর উদয় নামের দুই বিচ্ছু। মা’র শাসনে অভ্যস্ত দুজন, বাবার নতুন ভূমিকায় তারা কী করবে? এই নিয়ে দুরন্ত টেলিভিশনের নাটক, ‘উল্টাপুল্টা : বাবা থাকে বাসায়’। 

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নাফিসা জারিন মৌমি, রোহান, রাহিল, তৌকির আহমেদ, বিজরী বরকতউল্লাহ, আবুল হায়াত, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, মিথিলা, শম্পা রেজা, আজাদ আবুল কালাম, তারিক আনাম খান, গাজী রাকায়েত, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভুঁইয়া, ইন্তেখাব দিনার, ইলোরা গওহর, আজম খান ও রিচি সোলায়মান।   

‘বাবা থাকে বাসায়’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী। পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির এবং রচনা করেছেন অদিতি মজুমদার। ধারাবাহিকটি প্রচারিত হবে শুক্র ও শনিবার রাত ৮টা ৩০ মিনিটে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads