• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টেলিছবি ‘মেঘনার-৭১’

ছবি : সংগৃহীত

শোবিজ

টেলিছবি ‘মেঘনার-৭১’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

নদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার মা-বাবা। সব বিষয়ে মেঘনার কৌতূহল। তাই মেঘনা মা-বাবার কাছে কোনো কিছু জানতে চাইলেই উত্তর পায়। দেশ-বিদেশের বিভিন্ন বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া। এর মধ্যে শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মেঘনার অভিজ্ঞতা নিয়েই মেঘনার বয়ানে দুরন্ত টেলিভিশনের টেলিছবি ‘মেঘনার-৭১’। ৭১-এর দিনগুলো মেঘনার বোধে কীভাবে দাগ কাটল সেটাই শিশুতোষ করে তুলে ধরা হয়েছে এখানে।

শামীম আখতারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক ‘মেঘনার-৭১’ প্রচার হবে দুরন্ত টিভিতে ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় ও রাত ১০টায়। এই টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা, শামস উদ দোহা, সাদিয়া ইউসুফ বৃতা, কিয়ানা, শাহীদ বাহাদুর, এনামুল হাসান আকাশ এবং মৌমিতা মেহজাবিন অর্পা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads